কথায় আছে, 'মশা মারতে কামান দাগানো'। তবে কামান দাগানো না হলেও এবার মশার কামড়ের বিরুদ্ধে মামলা হল দেশের সর্বোচ্চ আদালতে। অবিশ্বাস্য মনে হলেও এই খবরই সাড়া ফেলে দিয়েছে সুপ্রিম কোর্টে।
২০১১ সালে এক ব্যক্তি নয়াদিল্লির একটি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। যার জন্য তাকে কিস্তি দিতে হত। সেখানে বলা ছিল দুর্ঘটনার কারণে তাঁর মৃত্যু হলে পরিবার বিমার টাকা ফেরত পাবে। তারপরে তিনি কাজের প্রয়োজনে ২০১২ সালে আফ্রিকায় যান। সেখানে ম্যালেরিয়ায় তার মৃত্যু হয়। তারপর তাঁর পরিবার বিমার টাকা দাবি করে প্রথমে 'ন্যাশনাল কনজ্যুমার ডিসপিউট রিড্রেসাল কমিশন'এর কাছে মামলা করে। তারা বিমা কোম্পানিকে নির্দেশ দেয়, মৃত ব্যক্তির পরিবারকে বিমার টাকা ফিরিয়ে দিতে। বিমা কোম্পানি সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ২০১৮ সালের ম্যালেরিয়া সংক্রান্ত রিপোর্টকে উল্লেখ করে আদালত জানায়, মোজাম্বিক প্রদেশে মোট জনসংখ্যার ৫ শতাংশ প্রত্যেক বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। তাই এনসিডিআরসি’র নির্দেশকে খারিজ করে সুপ্রীমকোর্ট জানিয়ে দিয়েছে, ‘সংবিধানের ১৪২ নম্বর ধারার অধীনে কোনও ক্ষতিপূরণের টাকা আদায় এক্ষেত্রে পাওয়া সম্ভব নয়।’
এ প্রসঙ্গে আদালতের বেঞ্চ আরও জানিয়েছে, ‘এনকেফেলাইটিস ম্যালেরিয়া মশার কামড়ে মৃত্যু হলেও একে দুর্ঘটনা বলা যায় না। কারণ এটি অজানা বা অপ্রত্যাশিত বিপদ নয়। কোনও ব্যক্তি যদি ফ্লু বা ভাইরাল জ্বরে আক্রান্ত হন, তা হলেও সেটাকে দুর্ঘটনা বলা যায় না। যে কোনও রোগে যে কোনও সময়ে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।’