অনিয়মের ঋতু

তখন দেখি মালা তোমার পড়ে আছে------

আজ ও বড় জীবন্ত সে, সম্প্রতি মুক্তি পাওয়া ছবি জ্যেষ্ঠ পুত্রের পোস্টারে যখন এক ঝলক নামটা দেখা গিয়েছিল আমার মত হয়ত অনেক সিনেপ্রেমিক মানুষের মনে তরঙ্গ খেলে গিয়েছিল একমুহূর্তের জন্য।

 

পিয়া তোরা ক্যাসা আভিমান ---------

 

ইন্দ্রানী পার্কের বাড়িটার রঙ বদলেছে, কিন্তু অপেক্ষাটা একই রয়ে গেছে। মাস কয়েক আগে শুটিং এর কাজে লাল রঙ হয়েছে বাড়িটায়, কিন্তু অন্দরে সেই চেনা গন্ধ চেনা অপেক্ষা, খড়খড়ির জানলা দিয়ে আবছা পশ্চিমী রোদ। দোতলার ঘরের একটা জানলা নিয়ম ভেঙে আধ খোলা অবস্থায় জানান দেয়, রয়ে গেছে অনিয়মের ঋতু।

 

মনে তার নিত্য আসা যাওয়া......

 

এই ঘরটাতেই তো ছিল তার নিত্য আনাগোনা, ২০১৩ সালের ২৯ মে ঠিক এমন ভাবেই ঋতুর তাসের ঘরে রোদ এসে পড়েছিল যত্ন করে। দুপুরের দিকটা চারদিক নিস্তব্ধ, পানকৌড়ির দল সামনের ছোট পুকুরটায় এসে ভিড় করল। দুপুর গড়িয়ে বিকেল তারপর নিয়ম মতই| সময় মত সূর্য গিয়েছিল পাটে। রাতে গাড়ির চালক গোবিন্দর গাড়ি রেখেছিল কালো দরজার সামনে। একটু রাত হতেই সাদা গাউন পরে  বারান্দায় পায়চারি করছিল ঋতু। এতো পরিচিত ছবি। এই পর্যন্ত কোথাও নিয়মভঙ্গ হয় নি। পরদিন নিয়ম করে সূর্যও উঠল, কিন্তু এ কেমন দৃশ্য, আগে তো কখনও এমন দৃশ্য চোখে পড়েনি, ৩০ মে স্ট্রেচারে করে তামাম সেলিব্রেটির কাঁধে করে বের হয়ে এল এক নিথর দেহ.. এক মুহূর্তের জন্য থমকে গেল সময়। নিয়ম ভাঙলেন ঋতু।

মাথুরা সে ডোলি লায়ি চারও কাহার--------

আজ ছটা বছর কেটে গেছে সময়ের দাস হয়ে রোজের মত সূর্য ওঠে পোনকৌড়িরাও আসে। গাড়িচালক গোবিন্দ অনত্র কাজেও লেগে গেছেন জীবন জীবিকার তাগিদে। শুধু এই সব নিয়মের সঙ্গে যুক্ত হয়েছে আরও এক নিয়ম। না শেষ হওয়া এক অপেক্ষা ....

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...