ফিরে দেখা: ক্যা হুয়া তেরা ওয়াদা

মনে পরে যায় বাহারো  ফুল বার্সাও  আর সঙ্গে এক এবং অদ্বিতীয় মহম্মদ রফি| সেই রোমান্টিক গানগুলো আজও মনকে পুনরায় ডাক দিতে সক্ষম| তিনি হলেন হিন্দি ফিল্ম জগতের এক অসাধারণ সঙ্গীতজ্ঞ, আজ আমাদের মধ্যে নেই, আজ ৩১শে অগাস্ট তাঁর মৃত্যুবার্ষিকী| আটত্রিশ বছর হয়ে গেল, তিনি আমাদের ছেড়ে ইহলোক গমন করেছেন| মৃত্যুটা যদিও ঘটেছিল হার্ট-অ্যাটাকে, মুম্বাই নগরীতে| তাঁর সহস্রাধিক ফ্যান দেশে ও বিদেশে আজকের এই দিনটি স্মরণ করে আর তাঁর আওয়াজ শুনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি দেয় মনে মনে|

তিনি জন্মগ্রহণ করেন কোটলা সুলতানে ১৯২৪ সালের ২৪শে ডিসেম্বর| তাঁর সঙ্গীত জীবন শুরু হয় তাঁর গ্রামে ফকির হিসাবে গান গাওয়া থেকে| সেখান থেকে আমাদের প্রিয় গায়ক এর পথ ছিল বেশ কঠিন | কিন্তু সব বাঁধা অতিক্রম করে তিনি প্রমান করে দেন তাঁর মতো সঙ্গীতজ্ঞ খুঁজে পাওয়া দুষ্কর|

১৯৮০ সালে ৩১শে অগাস্ট এই মহান সংগীতজ্ঞের প্রয়াণ ঘটে |

rafi cont

এটা শেয়ার করতে পারো

...

Loading...