নিক অ্যাবট। আমেরিকার বাসিন্দা। বছর বত্রিশের নিক জন্ম থেকেই কথা বলতে পারেন না । তাই ছোট থেকেই শিখতে হয়েছে সাইন ল্যাঙ্গুয়েজের পাঠ।
সম্প্রতি নিক একটি পোষ্য দত্তক নিয়েছেন। ৬ সপ্তাহের একটি সারমেয়। ব্ল্যাক ল্যাব্রেডর। এমারসন। পোষ্যটি বধির। জন্ম থেকেই কানে শুনে পায় না। নিক কিন্তু সব জেনেই এমারসনকে পছন্দ করে।
ফ্লোরিডার একটি শেল্টার থেকে এমারসনকে নিয়ে আসে সে। বধিরতার কারনেই মায়ের থেকে আলাদা করে শাবক টিকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপর তাকে উদ্ধার করে শেল্টারে পাঠানো হয়। একটি পশুপ্রেমী সংস্থা তাকে উদ্ধার করে। শেল্টারে আনার পর দেখা যায় সারমেয়টি বধির।
শেল্টারে অনেকেই পোষ্য দত্তক নিতে আসে। কিন্তু তারা খুব আগ্রহী হয়নি। এমারসনের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেয় সংস্থাটি। সেই পোস্ট দেখে এগিয়ে আসেন নিক। তিনি জানান, তিনি নিজেও যেহেতু জন্মগত মূক, তাই এমারসনের সঙ্গে তাঁর বন্ধুত্ব ভাল জমবে। ’
একদিনের মধ্যেই দত্তক প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল।
নিক আর এমারসনের যখন প্রথম দেখা হল শুরু থেকেই তারা সহজ। নিক এমারসনকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে শুরু করে। দিন কয়েকের মধ্যেই এমারসন ইশারায় সাড়া দিতেও শুরু করে। এখন তাকে যা বলা হয় সেটা সে বুঝতে পারে। নিক বাড়ি ফিরলেই হাঁকডাকে এমারসন উচ্ছ্বাস প্রকাশ করে বুঝিয়ে দেয় তার ভালবাসা।
;
তাদের সম্পর্ক এতটাই গভীর যে নিকের মা রিচেল অ্যাবট অবাক হয়ে গিয়েছেন। তিনি বলেন, ‘নিক আর এমারসন একেবারেই মেড ফর ইচ আদার।’