উত্তেজনার মাত্রার কথা না বলাই যথাযথ হবে। মনের ভেতরের দুরুদুরু, অপেক্ষা নিয়ে কথা বলতে গেলে আমিও আপনাদের দলেই পড়বো। মূল বিষয় শুরু করাটাই ঠিক হবে।
Things I do for love ....
Winterfell এর কেল্লা থেকে bran কে ফেলে দেওয়ার সময় jaime বলেছিলো সংলাপটা। তাই যখন খন্ডে bran আর jaime র আবার সাক্ষাৎ হয়ে তখন এই সংলাপটাই ঘুরে ফিরে আসে। কাহিনীর শেষে এসে এই সংলাপ bran ফিরিয়ে দেয়, গোটা সভায় স্পষ্ট বলে
"Things we do for love "
এপিসোড ২ এর শুরু হয় danerys এর সংলাপ দিয়ে, jaime তার বাবার হত্যাকারী। Jaime র প্রবেশ কাহিনীর প্রত্যেকটা ইঁটকে নাড়িয়ে দেয়। তাও অন্তিম যুদ্ধের জন্য শত্রুরাও একসাথে কাঁধে কাঁধ রেখে লড়তে রাজি। অন্তিম সময় হাজির। এখন কে কার শত্রু, কে রাজা, কে প্রজা, কি নিয়ম সব মিশে গেছে। মানুষের বিপরীতে এখন মৃত্যু। মৃত্যুর সঙ্গে যুদ্ধের জন্য দাঁড়িয়ে মানব সভ্যতা।
সম্পর্ক আর ক্ষমতার এই টানাপোড়েনের মাঝে যখন মৃত্যু এসে দাঁড়ায় দরজায়, তখন পরিবার, ভালোবাসা, ক্ষমতা সব যুক্তিহীন হয়ে পড়ে। যুক্তিহীন হয়ে যায় আগামী ভবিষ্যত। কারণ যদি বর্তমানই না থাকে, বর্তমানের সমস্ত চীহ্ন মুছে গিয়ে যদি থেকে যায় মৃত্যু আর গাঢ় কালো-নীল আকাশ তাহলে সভ্যতা যুক্তিহীন হয়ে পড়বেই।
winterfell এ বাজতে থাকে অন্তিম ঘন্টা। আর কিছু সময়ের অপেক্ষা-সবার জন্য হয়তো রয়েছে মৃত্যু, হয়তো বা সভ্যতা কোনো এক অসীম জাদুবলে বেঁচে যাবে। মৃত্যুকে দেখার আগে সেই অন্তিম সময়ে আরও কিছু পেতে চেয়েছিল winterfell বাসিন্দা।শেষ চুম্বন, শেষ সুখ, শেষ মিলন, শেষ প্রেম নিবেদন, শেষ মাদক, শেষ গান গেয়ে নিয়েছিল সবাই। arya আর gendry র মিলন হল হঠাৎ করেই। শেষে মদ খেতে খেতেই হয়তো কেউ অপেক্ষা করতে থাকল। অন্তিম সময় এসে lady br knight হিসেবে মাথা তুললো, পাথর মনও চোখ ছলছল করেছিল।
কিন্তু বেজে গেছে যুদ্ধের ঘন্টা। শীতল হাওয়ার মতো হৃদয়হীন মৃত্যু এসে গেছে, বোরো কেল্লার ইঁটের ফাঁক দিয়ে দেখা যায় তাদের নির্জীব -চলন্ত দেহ, মুখে লাগে শীতল বাতাস। মৃত ঘোড়ার পিঠে বসে night king তাকিয়ে winterfell এর দিকে, একটা সভ্যতা কি দপ করে নিভে যাবে? সারা বিশ্বতে শুধু থাকবে মৃত্যু ?
কিন্তু আমাদের হৃদয় আছে, আছে মন, আছে সাহস। তাই আজ সবাই লড়ার জন্য দাঁড়িয়ে, সত্যের জন্য লড়তে, সভ্যতাকে বাঁচাতে, ফেলে আসা পরিবার, ভালোবাসা, প্রেম, সম্পর্ক সবের জন্য আজ তারা লড়বে। লড়বে মানব সভ্যতাকে বাঁচাতে। শেষ আশাটুকু তারা ছাড়বেনা। তারা পালিয়ে যাবেনা কেউ। মৃত্যুর সামনে থাকলেও মরেনি সাহস। গলা কাঁপে নি একেবারে, উল্টে গান বেরিয়ে এসেছে সেই কণ্ঠ দিয়ে।
"High in the halls of the kings who are gone
Jenny would dance with her ghosts
The ones she had lost and the ones she had found
And the ones who had loved her the most...."
মরে যাবে না তাদের সাহস, আশায় থাকব জয়ের, আশায় থাকব এই বিশাল যুদ্ধের বিরুদ্ধে মানব সভ্যতা জিতবে।