আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর নিজের প্রতিভা ও ব্যক্তিত্বে ভারতীয় ক্রিকেটকে নতুন এক দিশা দেখিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তার ব্যাটিং কীর্তিতে তামাম ভারতবাসী গর্বিত বোধ করে। এবার তার শহর দিল্লি তাকে বিশেষ এক সম্মানে সম্মানিত করতে চায়। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ হবে বিরাট কোহলির নামে।
জানা গিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর জওহরলাল নেহরু স্টেডিয়ামের ওয়েটলিফটিং অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই স্ট্যান্ডের উদ্বোধন হবে। পাশাপাশি এই অনুষ্ঠানে সংবর্ধিত হবে গোটা ভারতীয় ক্রিকেট দল ও তার সাপোর্ট স্টাফ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।
এর ফলে সবথেকে কনিষ্ট ক্রিকেটার হিসেবে তার নামে স্ট্যান্ড তৈরি হওয়ার কৃতিত্ব অর্জন করবেন বিরাট। এর আগে খেলোয়াড়ি সময়েই ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন তেন্ডুলকর-এর নামে স্ট্যান্ড তৈরি হয়েছে। এছাড়াও ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে প্যাভিলিয়ন এন্ড এর নাম বদলে জেমস অ্যান্ডারসনের নামে নামকরণ হয়েছে।
ডিডিসিএ এর প্রেসিডেন্ট রজত শর্মা জানান, “বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির অসামান্য অবদানে ডিডিসিএ গর্বিত। আমরা খুশি তাকে সম্মানিত করতে পেরে। ফিরোজ শাহ কোটলাও সমানভাবে গর্বিত হবে কারণ বিরাট এখানে বাল্যকাল থেকে খেলে এসেছে। তাই তার স্মৃতিগুলিকে স্মরণীয় করে রাখতে ডিডিসিএ সিদ্ধান্ত নিয়েছে যে তার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হোক। আমি নিশ্চিত এই ‘বিরাট কোহলি স্ট্যান্ড’ দিল্লির যুব ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে”।
এর আগে ফিরোজ শাহ কোটলায় স্ট্যান্ডের নামকরণ হয়েছে দিল্লির নানা কিংবদন্তী ক্রিকেটারের নামে। বিষান সিং বেদী ও মহিন্দর অমরনাথের নামে স্ট্যান্ড রয়েছে কোটলায়। পাশাপাশি বীরেন্দ্র সেহওয়াগ ও অঞ্জুম চোপড়ার নামে কোটলার গেট রয়েছে।