হাতে আর একটা ম্যাচ জিততে পারলেই নতুন ইতিহাস গড়বে দিল্লী ক্যাপিটাল্স। ১২ বছরের আইপিএল ইতিহাসে প্রথমবারের জন্য ফাইনালে পৌঁছবে দিল্লী। সাত বছর আগে প্লেঅফসে উঠলেও এলিমিনেটর থেকে ছিটকে যেতে হয়েছিল রাজধানী শহরকে। তাই এবারও যাতে সেই একই ভুলের পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে তাকিয়ে শ্রেয়াস আইয়ার। তবে সমস্যা একটাই, প্রতিপক্ষ ধোনির চেন্নাই সুপার কিংস। কোয়ালিফায়ার ওয়ান-এ মুম্বইয়ের বিরুদ্ধে দুর্বিসহ হারের পর, ফাইনালে যাওয়ার শেষ সুযোগকে কাজে লাগাতে উদ্দত তারাও। তবে মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রদর্শন যাই হোক না কেন গোটা আইপিএল জুড়ে চেন্নাইয়ের খেলা ছিল লক্ষনীয়। কোয়ালিফায়ারে প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটাল্স, আর গ্রুপ ম্যাচে প্রতিভাবান দিল্লীকে বার বার পরাস্ত হতে হয়েছে চেন্নাইয়ের অভিজ্ঞতার কাছে। তার প্রধান কারণ হল ক্যাপিটাল্সের ব্যাটিং। দলে পৃথ্বী শ ও রিসব পন্তের মত ভালো ব্যট্সম্যান থাকলেও, চাপের মুখে তারা কেউই দলের দায়িত্ব নিতে সক্ষম নন। দ্বিতীয়ত, শিখর ধাওয়ান আর অমিত মিশ্র ছাড়া দলে অভিজ্ঞবান খেলোয়াড় আর কেউ নেই। যা ভরপুর রয়েছে চেন্নাইয়ের দলে। তাই আজকের ম্যাচে অভিজ্ঞতার কাছে হার স্বীকার করতেই পারে প্রতিভা। তবে তাই বলে দিল্লীকে অবমুল্যায়ন করা ঠিক হবে না ধোনির। কারণ সম্পূর্ণ আইপিএল জুড়ে দিল্লী কিন্তু অনেক অভিজ্ঞ দলকে হারাতে সক্ষম হয়েছে। প্রধান উল্লেখযোগ্য কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুটি ম্যাচে জয়। তাই শ্রেয়াস আইয়ারের এই প্রতিভা সমৃদ্ধ দল কিন্তু চমকে দিতেই পারে ধোনি বাহিনীকে।