বোলিং সমস্যায় জেরবার কেকেআর

বোলিং সমস্যার জট কিছুতেই কাটছে না কলকাতা নাইট রাইডার্সের। দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৮৬ রান করে হার আর দ্বিতীয় ম্যাচে ১৭৮ করেও হেরে ফের কাঠগড়ায় নাইটদের বোলিং বিভাগ।  শুক্রবার ঘরের মাঠে দিল্লির কাছে হারার ফলে প্লেঅফসে যাওয়ার রাস্তাটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে দিনেশ কার্তিকের। হাতে আর ৭টি ম্যাচ তার মধ্যে কম করে আরও ৪টি তে জিততেই হবে কলকাতাকে যদি তারা প্রথম চারে থাকতে চায়। তবে ভুলে গেলে চলবে না এখনও মুম্বই ইন্ডিয়ান্স,  চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের মত বাঘা বাঘা প্রতিপক্ষের সাথে ম্যাচ বাকি, তাই এখনও যদি তারা তাদের বোলিং বিভাগকে পোক্ত করতে না পারে তাহলে আইপিএল থেকে ছিটকে যেতে হতে পারে নাইটরা। তবে এখন কলকাতার কোনও কিছু যদি ধারাবাহিকতা থাকে তা হল তাদের ব্যাটিং। তার ওপর দোসর যখন আন্দ্রে রাসেল, তখন ব্যাটিং নিয়ে আপাতত চিন্তা করতে না হলেও বোলারদের তরফ থেকে কোনও অবদান না থাকলে শুধুমাত্র ব্যাটিং করে ম্যাচ জেতা সম্ভব নয়। পরবর্তী ম্যাচ ইডেন গার্ডেনে, প্রতিপক্ষ ধোনির চেন্নাই সুপার কিংস যারা বিগত ম্যাচে কলকাতার সেই দুর্ধর্ষ ব্যাটিংকেও পরাস্ত করেছিল তাই আগামী ম্যাচ কলকাতার বোলারদের কাছে যে অগ্নি পরীক্ষা তা বলাই যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...