পিছিয়ে গেল ডেভিস কাপে ভারত-পাকিস্তান ম্যাচ

বিষয়টি নিয়ে নানা জলঘোলা চলছিলই, আর কার্যত তারই জেরে পিছিয়ে গেল ডেভিস কাপের টাই। ইসলামাবাদে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের এক দীর্ঘ নিরাপত্তা ব্যাবস্থার পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী নভেম্বর মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে ডেভিস কাপ-এর এই টাই। এই সিদ্ধান্তটি নেওয়া হয় ডেভিস কাপ কমিটির একটি বৈঠকে। 

একটি বিবৃতির মাধ্যমে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন জানায়, “পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে কিছু সুরক্ষা বিশেষজ্ঞের গভীর সুরক্ষা বিষয়ক পর্যবেক্ষণের পর ডেভিস কাপ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া গ্রুপ ওয়ান টাই- ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি পিছিয়ে দেওয়া হবে, যা ১৪-১৫ সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল

কিন্তু কবে নাগাদ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে? সে ব্যাপারে আইটিএফ জানায়, “এই টাই খেলা হবে আগামী নভেম্বর মাসে। যেখানে প্রকৃত তারিখ জানানো হবে সেপ্টেম্বরের মধ্যে 

যদিও জায়গা পরিবর্তন করার ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেয়নি আইটিএফ।আমরা পাকিস্তানে এই মনিটরিং সিস্টেম চালিয়ে যাব এবং ডেভিস কাপ কমিটি আবারও সুরক্ষা পর্যবেক্ষণের জন্য নির্দেশিকা জারি করবে 

জম্মু কাশ্মীরের ঘটনা ঘিরে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। যার ফলে ইসলামাবাদে ভারতীয় দল কতটা নিরাপদে থাকবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল ভারতীয় টেনিস ফেডারেশন। আর গন্তব্যস্থল পাল্টাতে বারংবার আইটিএফ-কে অনুরোধ করেছিল তারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...