ফ্রি রিডিং লাইব্রেরিতে একই সাথে থাকছে তিনটি সুবিধা!

শিক্ষার মাধ্যম হোক বা অলস দুপুরে সময় যাপনের সঙ্গী বইয়ের গুণাবলী জানাতে গেলে আরো শ-খানেক বই লিখতে হবে। শিক্ষার অন্যতম উৎকৃষ্ট ও প্রধান মাধ্যম গ্রন্থ বা বইয়ের অফুরান সম্ভার মেলে তিলোত্তমার বই পাড়ায়। নাম – কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে নামলেই বইয়ের সুবাস স্পর্শ করে বইপ্রেমীদের মননে। বইপ্রেমীদের প্রয়োজনে, বইপ্রেমীদের সুবিধার্থে, বিভিন্ন ছাত্র-ছাত্রীদের জন্য কলকাতার সবচেয়ে পুরোনো বই বিক্রেতা দাশগুপ্ত এন্ড কোম্পানি নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ।

processed-121117c9-b4bc-4023-81e7-95f05b10aadb_lQ0KSHvS

একই সঙ্গে থাকছে তিনটে সুবিধা।

এখানে এসে বই পড়া যাবে নিখরচায়। থাকছে বুক অডিটোরিয়াম আর ফ্রি কাউন্সেলিংলিং এর ব্যবস্থা। সবার ক্ষেত্রে যেহেতু সব বই কিনে পড়া সম্ভব নয়। আবার শহরের ছেলে মেয়েরাও একই বিষয়ের নানান রেফারেন্স খোঁজে তাই এই ভাবনার সূত্রপাত। এই দোকানের বর্তমান পরিচালক অরবিন্দ দাশগুপ্ত জানিয়েছেন যে, এই পরিকল্পনা ছিল তার অনেক বছর আগে থেকেই। দোকানের ব্যবসায়িক কাজ অনলাইনে হয়ে যাওয়ায় তিন তলাটা ফাঁকা পাওয়া গেছে। সেখানেই করা হয়েছে এই ব্যবস্থা। মফস্বলের বাংলা মাধ্যমের পড়ুয়ারা যেন বিশ্ব সাহিত্যগুলি বাংলা অনুবাদেই পড়তে পারে থাকবে সেই ব্যবস্থাও।

তিনি আরো জানান, এই দোকানে রোজ ৪০০ জন ক্রেতা বই কিনতে আসেন। তাঁদের মধ্যে ৮০% উপকৃত হবেন এই পাঠাগার তৈরী হলে।

অফুরান বইয়ের সম্ভারের পাশাপাশি বিভিন্ন কলেজের অংক, ইতিহাস, আন্তর্জাতিক বিষয়বস্তু অধ্যাপকেরা বিনা পারিশ্রমিকে কিছু টিউটোরিয়াল ক্লাস নেবেন বলেছেন। দোকানের অভিজ্ঞ কর্মচারী  লাইব্রেরি দেখাশোনার পাশাপাশি রেফারেন্সের কাজে সহায়তা করবেন। লাইব্রেরি খোলা থাকবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা।

ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে কাউন্সিলের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পড়াশোনার চাপে, ক্যারিয়ারের চাপে, অত্যাধিক প্রতিযোগিতায় পড়ুয়ারা প্রায়শই নানান হতাশায় ভোগে। মনোবিশ্লেষণের মাধ্যমে তাদের উৎসাহ যোগানোর ব্যবস্থাও থাকবে এখানে।

শুধু তাই নয় ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত এই দোকানটিতে রয়েছে পুরোনো দিনের টেলিফোন, টাইপ রাইটার, পাখা ও নানা রকম পুরোনো সামগ্রী। প্রচুর দুর্লভ বইও রয়েছে এখানে। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য দাশগুপ্ত এন্ড কোম্পানির এই প্রয়াস সফল হবে বলেই আশা করা যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...