১৯৮৩ সালে ভারত, ১৯৯২ সালে পাকিস্তান আর ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতে চমকে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটকে। কারণ সেই দুই বছর কেউ ভাবতে পারে নি যে সদ্য ক্রিকেটের এই ফরম্যাটের সাথে পরিচিত হওয়া দুই দল এভাবে তাঁদের প্রতিপক্ষ কে গুঁড়িয়ে জয়ের মুকুট নিজেদের মাথায় তুলবে। কারণ তারা ছিল সে বছরের যাকে বলে ‘ডার্ক হর্স’। আসন্ন বিশ্বকাপেও এমন কিছু দল আছে যারা সকলকে চমকে দিয়ে জিতেই নিতে পারে এবছরের বিশ্বকাপ। সেই বিশেষ কিছু দলের তালিকা দেওয়া হল।
১) বাংলাদেশ- আসন্ন ক্রিকেট বিশ্বকাপে যদি সত্যি কোনও ‘ডার্ক হর্স’ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সেই তালিকায় সর্বপ্রথম যেই দলের নাম আসে তাহলে তা হল বাংলাদেশ। ২০০৭ সালে ইন্ডিয়া কে হারানো, ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে অবধি যাওয়া বা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড কে হারানো, বার বার তাঁরা প্রমাণ দিয়েছে যে ‘আমরাও আছি’। তাই আসন্ন বিশ্বকাপে তারা যে কোনো দলকে চাপে রাখতে পারে তা বলাই বাহুল্য।
২) আফগানিস্তান- ক্রিকেট জগতে আফগানিস্তানের সাফল্য কোনও রূপকথার গল্পর থেকে কিছু কম নয়। যত দিন গেছে তত নিজেদের উন্নত করে তুলেছে এই দল। এমন কি বিশ্বকাপ কোয়ালিফায়ারে ফাইনালে ওয়েস্ট ইন্ডিসের মত দল কে হারিয়ে বিশ্বকাপে নিজেদের নথিভুক্ত করে চমকে দিয়েছিল গোটা ক্রিকেট মহলকে। তাই বলাই যায় যে ইংল্যান্ডের মাটিতে চমক দিতে প্রস্তুত আজগর স্ট্যানিকজাই, রশিদ খান, মহম্মদ নবিরা।
৩) দক্ষিন আফ্রিকা- আন্তর্জাতিক ক্রিকেট মহলে তৃতীয় পুরোনো দল হলেও, দুর্ভাগ্যবশতঃ বিশ্বকাপ আজও অধরা দক্ষিন আফ্রিকার। বিশ্বকাপের যদি কোনো ‘কনজিসট্যান্ট’ দল থেকে থাকে তাহলে সেটা দক্ষিন আফ্রিকাই। তবে তাঁদের খুব বড় একটি মুখ ছিল এবি ডিভিলিয়ার্স। তাই আচমকাই তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় চিন্তার ভাঁজ এখন গোটা আফ্রিকা শিবিরে। তবে এবি ছাড়া, তারা যে অচল সেটা ভাববার কোনো কারণ নেই।