বিপদ যখন কটনবাডসে

কানে কম শুনছেন? অথচ বুঝতে পারছেন না কি থেকে সমস্যা হলো? ঠিক করে মনে করে দেখুন তো? কটন বাডস ব্যবহার করার অভ্যেস আছে কি আপনার? ভাবছেন তো কটন বাডস ব্যবহার করার সাথে আবার কানে কম শোনার যোগাযোগ কোথায়? সম্প্রতি নানা গবেষণা থেকে জানা গেছে, কানের নানা ক্ষতির জন্য নানাভাবে দায়ী থাকে এই কটন বাডস। কিভাবে চলুন সেটাই জানা যাক.........

               ক্ষনিকের আরাম দিলেও কানের জন্যে মোটেও ভালো নয় এই কটন বাডসগুলি। অনেকদিন ধরেই বিদেশে এই নিয়ে চলছে নানা গবেষণা। আর এই গবেষণা থেকে পাওয়া নানা তথ্যই জানান দিচ্ছে কানের সেনসিটিভ পর্দার জন্য অত্যন্ত ক্ষতিকর এই বাডস। প্রথমত বাডসের থেকে তুলো খুলে গিয়ে কানে থেকে যেতে পারে। চিকিৎসকেরা জানাচ্ছেন এই সমস্যায় পড়ে প্রচুর রোগী তাদের কাছে আসেন। এর ফলে কানে ব্যাথা হওয়া থেকে শুরু করে কানের পর্দার ক্ষতি পর্যন্ত হতে পারে। কানের পর্দা খুবই সেনসিটিভ প্রকৃতির হয়ে থাকে তাই হালকা ধাক্কা লাগলেও তা ছিঁড়ে যেতে পারে। শুনে আপাতদৃষ্টিতে এই সমস্যা তেমন ভয়ানক বলে মনে না হলেও এই সমস্যা যে কতটা মারাত্মক তা আর বলার অপেক্ষা রাখে না। ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ করা একটি সমীক্ষা থেকে জানা গেছে, প্রতিবছর প্রায় সাত হাজার মানুষ শুধুমাত্র কটন বাডস ব্যবহারের ফলে মারা গেছেন। কি চমকে গেলেন তো শুনে? ভারতবর্ষে খুব কম সংখ্যক মানুষ এই ক্ষতির কথা জানেন। কিন্তু ভয়ের কারণ অন্য জায়গায়। চিকিৎসকেরা জানাচ্ছেন, ভারতবর্ষে মাত্র ৩৬% মানুষ এই ক্ষতির কথা জানেন কিন্তু তার মধ্যে ৩০% মানুষ জেনেবুঝেই এই বাডস ব্যবহার চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, এই বাডসের তুলো কানের ভিতর প্রবেশের ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছুক্ষেত্রে ডাক্তারখানায় নিয়ে গিয়ে সেই তুলো বের করা গেলেও কিছুক্ষেত্রে আবার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। জানা গেছে, যদি প্রতিদিন কটন বাডস দিয়ে কান খোঁচানোর অভ্যেস থাকে তাহলে তা শীঘ্রই বন্ধ করে দেওয়া উচিৎ কারণ প্রতিদিন এইভাবে কটন বাডসের আঘাতে কানের অভ্যন্তরে থাকা অডিটরি লোবের ক্ষতিসাধন হয়ে থাকে। এছাড়া এর ফলে কানের ভিতরে থাকা নানা তরুনাস্থিও ক্ষতির মুখে পড়ছে। এর ফলেই কানে শুনতে না পাওয়ার সমস্যা এখন প্রায় ঘরে ঘরে হচ্ছে। 

               চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রতিদিন নিয়ম করে কান পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। বারবার কটন বাডসের ব্যবহারের ফলে কানের মধ্যে থাকা ছোট ছোট লোমগুলি ধীরে ধীরে খসে পড়ে যেতে থাকে। এই লোমগুলি শ্রবনে সাহায্য করে থাকে। এই লোমগুলির খসে যাওয়ার ফলে কানে শোনায় সমস্যা হতে পারে। জানা গেছে, কটন বাডসের ব্যবহারের ফলে কানের ক্ষতির পাশাপাশি শরীরের সাম্যও নষ্ট হয়ে যেতে শুরু করে

এটা শেয়ার করতে পারো

...

Loading...