মার্শাল আর্ট-এ দঙ্গল কন্যা রীতু ফোগাত

গীতা, ববিতা, রীতু, সঙ্গীতা - মহাবীর ফোগাতের চার কন্যাকে নিয়ে নির্মিত হয়েছিল দঙ্গল চলচ্চিত্রটি। এই ছবিতে কুস্তি নিয়ে চার বোনের অক্লান্ত পরিশ্রম গাথা জেনেছে দেশবাসী। কুস্তি ছেড়ে এবারে নতুন কোন ধরণের লড়াইয়ে নিজের দক্ষতা দেখতে চান জানালেন বাস্তবের দঙ্গল কন্যাদের একজন- রীতু ফোগাত। 

রিতু ফোগাত ইভেন্ট ট্রায়াল এ অংশগ্রহণ করতে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। কুস্তি ছেড়ে মার্শাল আর্ট-এ কেন ঝুঁকলেন তা নিজে মুখেই জানালেন রীতু, নতুন কিছু শেখার ইচ্ছা তার, সবসময়েই নিজেকে নতুন ভাবে চ্যালেঞ্জ দিতে নতুন খেলায় মন দিতে চান তিনি। রিতু আরো জানান, প্রথম ভারতীয় মেয়ে হিসেবে মার্শাল আর্ট-এ সাফল্য অর্জন করতে চান তিনি।তাঁর এমন সিদ্ধান্তে খানিকটা আশাহত কুস্তিমহল। ইনজুরির কারণে জাতীয় মিট-এবং জাতীয় ক্যাম্পে  অংশ গ্রহণ করতে পারেননি রীতু। এর পরেই রীতুর মার্শাল আর্ট-এ যোগ দেবার কথা জানতে পারেন তাঁরা। রীতু জানিয়েছেন, এক বছর ধরে মার্শাল আর্ট নিয়ে চর্চা করছেন তিনি।  গীতা আর ববিতার বোন এই পরিচয়ের সাথে তার প্রতিও কুস্তি নিয়ে সবার আশা একই রকম।  কিন্তু রীতু  চান নিজেকে ভিন্ন ভাবে ভাবতে। কুস্তি অবশ্যই তার প্রথম ভালোবাসা থাকবে। কিন্তু নিজের নামকে আলাদা করে ইতিহাসে উজ্জ্বল করে রাখতে প্রত্যয়ী তিনি।

রীতু ফোগত-এর  সিদ্ধান্তে টোকিও অলিম্পিক ইভেন্টে তার পরিবর্তে নতুন কুস্তিগিরের  অংশগ্রহণের কথা ভাবছে সংশ্লিষ্ট  দপ্তর। রীতু  আপাতত রয়েছেন মার্শাল আর্টের একেবারে পেশাদারি সার্কিটে। যদিও কোন টিমের হয়ে খেলবেন তা এখনো ঠিক হয় নি। অন্য রিং-এ দঙ্গল কন্যাকে দেখতে আগ্রহী দেশবাসীও। 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...