টেস্ট ক্রিকেটকে বিদায় ‘স্টেন’গানের

তার চাউনিতে ছিল ভয়ের আভাস, তার বোলিংয়ে সন্ত্রস্ত হয়ে থাকত প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। একেবারে সঠিক লাইন লেন্থ ১৪৫ এর গতিতে একটানা বল করে তিনি ক্ষোভের সঞ্চার তৈরি করতেন প্রতিপক্ষের উপর। দক্ষিণ আফ্রিকা ফাস্ট বোলার ডেল স্টেনকে সমীহ করতেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে দর্শকেরা। মঙ্গলবার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ডেল স্টেন। যদিও সাদা বলের ক্রিকেটে এখনও খেলে যাবেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে নিজের অবসরের কথা ঘোষণা করেন স্টেন। তিনি সেই বিবৃতিতে লেখেন , “আজ আমি খেলার এমন একটি ফর্ম্যাট থেকে বিদায় নিচ্ছি যা আমার খুবই পছন্দের। আমার মতে টেস্ট ক্রিকেট এই খেলার সবথেকে সেরা ফর্ম্যাট। এটি আপনাকে মানসিকভাবে ও শারীরিকভাবে পরীক্ষায় ফেলে

পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে নিজের যোগদানের ব্যাপারে স্টেন জানান, “আমি এখন নিজের কেরিয়ারে শুধু আন্তর্জাতিক টি২০ ও একদিনের ক্রিকেটেই মনোনিবেশ করবো। যাতে আমি আমার সবটুকু দিতে পারি এবং ক্রিকেটে আরও বেশি দিন কাটাতে পারি 

যদিও চোট-আঘাতের কারণেই তার এমন সিদ্ধান্ত তা বলাই বাহুল্য। ৩৬ বছরের এই পেসার ২০১৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে গিয়ে কাঁধে চোট পান, যার জন্য তাকে দীর্ঘ বিরতি নিতে হয় এরপর ২০১৬ সালে ফের তিনি কাঁধে চোট পান। আর গত আইপিএল আবারও কাঁধের চোটে বেরিয়ে যেতে হয় তাকে যার দরুণ সদ্যসমাপ্ত বিশ্বকাপেও তিনি খেলতে পারেননি। 

দুর্ধর্ষ টেস্ট কেরিয়ারে টানা বছর তিনি আইসিসি টেস্ট ্যাঙ্কিংয়ে নম্বরে ছিলেন, যা আজও রেকর্ড। ৯৩টি টেস্টে ৪৩৯টি উইকেট নিয়েছেন ক্রিকেটেরস্টেনগান। যার মধ্যে তিনি ২৬বার বা তার বেশি উইকেট নিয়েছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...