শুরু হয়েছে দিনবদলের দাদাগিরি। এবার দাদাকেও খিলাড়িরা ফেলবেন প্রশ্নবাণের বিপাকে। দাদাগিরির সাংবাদিক সম্মেলনে দাদা নিজেই জানালেন সেই কথা। শুধু কি তাই? আরও একটা গোপন খবর পাওয়া গেল সেদিন রাজারহাটের স্টুডিওতে গিয়ে। 'দাদাগিরি'র শুটিঙের ফাঁকে তিনি আধ ঘণ্টার জন্য শুটিং করলেন ধারাবাহিক 'বকুলকথা'র জন্য। সাধারণত 'বকুলকথা'র শুটিং হয় তারাতলার একটি স্টুডিওতে। বকুলের ক্রিকেট খেলার একটি সিকোয়েন্স শুট করার জন্য গোটা টিম চলে গিয়েছে রাজারহাটে যেখানে 'দাদাগিরি'র শুটিং হয়। সেখানে একজন অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে দাদাকে। ব্যাপারটা এরকম- বকুল খেলছে; আর দাদাও হাজির সেখানে। গাড়ি থেকে নেমে বকুলের ব্যাটে দাদা সই করবেন। অর্থাৎ ধারাবাহিকেও দাদা ধরা দেবেন সৌরভ গাঙ্গুলি হিসেবেই। এই সিকোয়েন্সটির জন্য আধ ঘণ্টা শুটিং করেছেন দাদা।
বকুল আজ পুলিশ কনস্টেবল। নিজেকে প্রমাণ করার জন্য তার হাতে ব্যাট ধরিয়ে দিয়েছে পুলিশ অফিসার অগ্নি। তাই বকুলের হাতে বন্দুক বা লাঠি নয়; রয়েছে ব্যাট। আর সেই ব্যাটেই প্রিন্স অফ ক্যালকাটার সই! ১৫-১৭ মিনিট অবধি দাদার দেখা মিলবে ধারাবাহিকে। আর তার জন্য দেখতে হবে 'বকুলকথা' প্রতিদিন রাত ৯ টায় টেলিভিশনের পর্দায়।