সাইক্লোন ভায়ু আছড়ে পড়তে পারে গুজরাটে

‘ফনী’র পর ‘ভায়ু’। আবার সাইক্লোনের আশঙ্কা। আরব সাগরের ওপর লাক্ষা দ্বীপের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ বড় আকার ধারণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের অনুমান পশ্চিম ভারত  ও গুজরাট সংলগ্ন এলাকায় বুধবারের মধ্যেই আছড়ে পড়তে পারে। সাইক্লনের ভারতীয় নাম ‘ভায়ু’। মঙ্গলবার সকাল থেকেই নিম্নচাপটি শক্তিশালী হতে শুরু করেছে। সমুদ্র অঞ্চলে ১৩৫ কিমি বেগে বায়ুর চাপ থাকতে পারে।

সাইক্লোন ‘ভায়ু’র জন্য ভারতীয় আবহাওয়া দফতর সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

প্রশাসনসূত্রে মৎসজীবীদের ১৩ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে সর্তক করা হয়েছে।ভারতের উত্তর দিকে তৈরি হয়ে দক্ষিনের সমুদ্র তীরবর্তী এলাকায় ঘনীভূত হওয়ার কারনে বর্ষা আসতে দেরী হতে পারে। তবে উত্তর-পূর্ব ভারতে তার কোনও প্রভাব পড়বে না।

কেরালায় ৮ জুন নাগাদ বর্ষার অনুমান করা হয়েছিল। কিন্তু ‘ভায়ু’র জন্য তা কয়েকদিন পিছতে পারে বলে মত কেন্দ্রীয় আবহাওয়া দফতরের।

‘ভায়ু’র জেরে গুজরাট এবং রাজস্থানে ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোন আছড়ে পড়তে পারে গুজরাটে।

ভায়ুর জন্য রাজ্য জুড়ে আগাম সতর্কতা জারি করেছে গুজরাট প্রশাসন। কচ্ছ, সৌরাষ্ট্রের উপকূল এলাকাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীও সতর্ক। ১৫ সদস্যের বিশেষজ্ঞ দল আবহাওয়া পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। 

গুজরাটের ভাবনগর, জামনগর, আমেলি, সৌরাষ্ট্র, পোরবন্দর, দ্বারকা ও কচ্ছ এলাকায় সাবধান থাকতে বলা হয়েছে মানুষকে।

গত এক সপ্তাহ ধরে তীব্র গরমে পুড়ছিল পশ্চিম ভারত। গরমের পারদ ৪৩-৪৫ ডিগ্রি ছুঁয়েছিল। আবহাওয়া দফতর থেকে সাধারন মানুষ বর্ষার আশায় দিন গুনছিল সকলেই। এই সপ্তাহেই বর্ষা ঢোকার সম্ভাবনা ছিল। কিন্তু সাইক্লোনের কারনে তা কিছুটা হলেও থমকে গেল।

ভায়ু’র কারনে কলকাতা ও পূর্ব-ভারতে বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা নেই। গরম থেকে এখনই মুক্তি মিলবে না বলেই মনে করছে আবহাওয়া দফতর।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...