Cyclone Dana Update: কোথায় কোথায় প্রভাব ফেলবে ‘দানা’? রাজ্যে কোন কোন ট্রেন ও বিমান বাতিল?

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের ফলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'দানা' সম্পর্কে পূর্বেই সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর। এবার সেই ঘূর্ণিঝড়েরই ল্যান্ডফল সম্পর্কে জানান দিল তারা।

 

হাইলাইটসঃ
১। এই ঝড়ের সর্বাধিক গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার
২। এই ঝড় প্রভাব ফেলবে বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপাড়া অঞ্চলে
৩। কোন কোন ট্রেন বাতিল?

 

মৌসম ভবনের তথ্য অনুযায়ী এই ঘূর্ণিঝড় প্রবল বেগে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে চলছে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারা দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ভুবনেশ্বর আঞ্চলিক অফিসের তথ্য অনুযায়ী, এই ঝড় সব থেকে বেশি প্রভাব ফেলবে বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপাড়া অঞ্চলে।

বর্তমানে 'দানা' ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার, ধামারা থেকে ৩১০ কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে স্থলভাগে আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার ও সর্বাধিক গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

তবে বিশেষ এই অঞ্চলগুলো ছাড়া ওড়িশার ময়ূরভঞ্জ, পুরী, ভুবনেশ্বর, কটক, সম্বলপুরে এই ঝড়ের কম প্রভাব পড়বে। কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে ছয় জেলায় ৬ অভিজ্ঞ আইএএস অফিসারকে মোতায়েন করা হয়েছে ও ২৮৮ টি উদ্ধারকারী দল বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে। ১৪ টি জেলায় আগামী ৩ দিনের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে রাজ্যের ৮০০ টি দুর্যোগ আশ্রয় শিবির ও ৫০০ টি অতিরিক্ত শিবির গঠন করা হয়েছে।

তবে 'দানা' ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেকারণে পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থাতেও সচেতনতা অবলম্বন করা হয়েছে।

ট্রেন:

পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ এই ঝড়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। 'দানা' ঝড়ের প্রভাবের আশঙ্কায় ১৬০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও 2৪ তারিখ ও ২৫ তারিখ বেশ কিছু শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল।

১। বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখারগাঁও ট্রেন ছাড়বে না। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে পরের দিন সকাল ৯ টা পর্যন্ত দক্ষিণ শাখার কোন স্টেশন থেকে শিয়ালদহ উদ্দেশ্যে ট্রেন ছাড়বে না।

২। শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, হাসনাবাদ থেকেও কোন ট্রেন বারাসাত ও শিয়ালদার উদ্দেশ্যে চলাচল করবে না।

লোকাল ট্রেন বাতিলের তালিকাঃ

হাওড়া-বর্ধমান লোকাল: ভোর ৪টে
বর্ধমান লোকাল: ভোর ৪.১৫
গোঘাট লোকাল: ভোর ৪.২২
ব্যান্ডেল লোকাল: ভোর ৪.৪৭
তারকেশ্বর লোকাল: ভোর ৪.৫৫
গুরাপ লোকাল: ভোর ৫.০৫
ব্যান্ডেল লোকাল: ভোর ৫.১৪
সিঙ্গুর লোকাল: ভোর ৫.৩২
মসাগ্রাম লোকাল: ভোর ৫.৪৫
তারকেশ্বর লোকাল: ভোর ৫.৫৫
ব্যান্ডেল লোকাল: ৬.২৬
ব্যান্ডেল লোকাল: সকাল ৭.০৫
শ্যাওড়াফুলি লোকাল: সকাল সাড়ে ৭টা
বেলুড়মঠ লোকাল: সকাল ৭.৪০
শ্রীরামপুর লোকাল: সকাল ৭.৪৫
শ্যাওড়াফুলি লোকাল: সকাল ৮.১২
ব্যান্ডেল লোকাল: সকাল ৮.২০
মেমারি লোকাল: সকাল ৮.৩৫
চন্দনপুর লোকাল: সকাল ৮.৪৯
শ্যাওড়াফুলি লোকাল: সকাল ৮.৫০
ব্যান্ডেল লোকাল: সকাল ৯.১০
শ্যাওড়াফুলি লোকাল: সকাল ৯.১৫
শ্রীরামপুর লোকাল: সকাল ৯.২০
বারুইপাড়া লোকাল: সকাল ৯.৪০
ব্যান্ডেল থেকে হাওড়াগামীঃ ভোর ৩টে ৭ মিনিট, ৩টে ৫০ মিনিট, ৪টে ৪৫ মিনিট, সকাল ৫টা ৪০ মিনিট, সাড়ে ৬টা এবং ৭টা ১৫ মিনিটের ট্রেন
এছাড়াও, কাটোয়া, বর্ধমানগামী ভোরের কয়েকটি ট্রেনও বাতিল থাকবে শুক্রবার।

দূরপাল্লার ট্রেনের মধ্যে পূর্ব রেলের অধীনে থাকা বেশ কিছু ট্রেন বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাতিল হয়েছে। তার মধ্যে রয়েছে পুরীগামী বেশ কিছু ট্রেন।

২৪ অক্টোবর, বৃহস্পতিবার বাতিল হয়েছেঃ

১। পাটনা-এর্নাকুলাম এক্সপ্রেস
২। কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল
৩। পুরী-জয়নগর এক্সপ্রেস
৪। পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস
৫। পটনা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল
৬। বেঙ্গালুরু-মুজফ্ফরপুর এক্সপ্রেস
৭। মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস
৮। মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস
৯। আসানসোল-হলদিয়া
১০। হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে

২৫ অক্টোবর, শুক্রবার বাতিল হয়েছেঃ

১। আসানসোল-হলদিয়া
২। হলদিয়া-আসানসোল এক্সপ্রেস
৩। পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশ্যাল ট্রেন

বিমানঃ
‘দানা’-র প্রভাবে কলকাতা থেকে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে ২৫ অক্টোবর, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে৷

এটা শেয়ার করতে পারো

...

Loading...