Cyclone Dana Update: ঘূর্ণিঝড় ‘দানা’-র কারণে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, কতটা ভয়াবহ এই ঝড়?

আবারও ঝড়ের মুখোমুখি হতে পারে বঙ্গ। সোমবার অর্থাৎ আজ বঙ্গোপসাগরে এক প্রবল নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা শক্তি বাড়িয়ে ওড়িশা-বাংলা উপকূলের দিকে ধাবিত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, আসন্ন এই ঝড়ের নাম ‘দানা’।

 

হাইলাইটসঃ
১। বঙ্গোপসাগরে এক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে
২। আসন্ন এই ঝড়ের নাম ‘দানা’
৩। হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে

 

সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। কিন্তু খামখেয়ালি আবহাওয়ার যেন বিরাম নেই। বৃষ্টি, রোদ আর ঠান্ডা মিশিয়ে সাধারণ মানুষের নাকানিচোবানি খাবার জোগাড়। আর এর মাঝেই ঘূর্ণিঝড় ‘দানা’র বিষয়ে মানুষকে সচেতন করল আবহাওয়া দপ্তর।

জানা গিয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার সেই ঘূর্ণাবর্তই নিম্নচাপে পরিণত হবে উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরেই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বুধবারে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর তা শক্তি বাড়িয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের অনুমান, বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

মঙ্গলবার থেকে আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টি এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এইকারণে বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...