ভারতীয় সেনাবাহিনীর তরফে সাইকেল অভিযান

গত ৪ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সিকিমের চুংথাং থেকে পশ্চিমবঙ্গের পানাগড় পর্যন্ত ৭০০ কিমি দীর্ঘ সাইকেল ৱ্যালির আয়োজন করা হয়। পানাগড় সেনা ছাউনিতে ১৮ নভেম্বর এই সাইকেল অভিযাত্রী দলকে স্বাগত জানালেন জেনারেল অফিসার কম্যান্ডিং। এই দলটিতে ১১ জন সাইকেল আরোহী ছিলেন। ১৫ দিনে ৭০০ কিমি অতিক্রম করেছেন তাঁরা। প্রতিদিন তাঁরা ৪০ থেকে ৫০ কিলোমিটার সাইকেল চালান।

                         অভিযানটির থিম ছিল 'উই কেয়ার'। ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কে স্কুলের ছাত্র-ছাত্রী তথা যুবকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। যাত্রাপথে এই সাইকেল আরোহীর দলটিকে বহু সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী এবং বয়স্করা স্বাগত জানান। অভিযানটির মূল লক্ষ্যই ছিল বয়স্কদের সম্পর্কে পরবর্তী প্রজন্মকে জানানো, তাঁদের সম্মান প্রদর্শন করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। এই অভিযাত্রী দলটি যাত্রাপথে বয়স্কদের সঙ্গেও কথা বলে মতের আদান-প্রদান করে।

                     এই ধরনের অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সেনাবাহিনীর প্রতি তাদের ভাবধারার গুরুত্ব অনুধাবন করানোর প্রয়াস যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাত্রাপথে সাধারণ মানুষের উৎসাহ সাইকেল আরোহীদের উৎসাহ জুগিয়েছিল বলাই বাহুল্য।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...