পরিবেশ সচেতনতা বিষয়ে সাইকেল যাত্রা

পরিবেশ সচেতনতার লক্ষ্য নিয়ে ৮ জন সাইকেল আরোহী কলকাতা থেকে ডুয়ার্সের গরুমারা পর্যন্ত এক সাইকেল ভ্রমণ করল। 'এসো অঙ্গীকারবদ্ধ হই, গাছ লাগাই প্রাণ বাঁচাই'-এই বার্তাকে সামনে রেখে কলকাতার ওয়ার্ল্ড এক্সপ্লয়ারস সংস্থার তরফে সবুজায়নের প্রতিশ্রুতি এবং সচেতনতার বার্তা নিয়ে ৮ জনের ওই দলটি গত ৯ অক্টোবর কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে যাত্রা শুরু করে। মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরায় ৬ দিনব্যাপী ওই যাত্রার সমাপ্তি হয় গতকাল অর্থাৎ ১৫ অক্টোবর

             ৬৭৩ কিলোমিটার এই সাইকেল যাত্রায় প্রায় ৩৫০টি চারাগাছ রোপণ করেন তাঁরা ওই যাত্রাকালীন সময়ে। এছাড়াও পথে সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে তাঁদের পরিবেশ সম্বন্ধে সচেতনও করেন ওই সাইকেল আরোহী দলটি। দলের নেতৃত্বে ছিলেন শুভ্রকান্তি দাস। তিনি জানান, বিশ্ব উষ্ণায়ন রোধ করা একান্ত প্রয়োজন। বর্তমানে যেভাবে চারদিকে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে, সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা না নিলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী হবে। তাই মূলত গাছ লাগানোর বার্তা নিয়েই এই যাত্রার পরিকল্পনা করা হয়েছিল। যাত্রাপথে জনগনের তরফ থেকে যথেষ্ট ভালো সাড়া পাওয়া গেছে।

                    ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, ডালখোলা, ইসলামপুর, ফুলবাড়ী, গজলডোবা, ক্রান্তি হয়ে ওই দলটি আসে দক্ষিণ ধূপঝোরার একটি বেসরকারি রিসর্টে। সকালে গরুমারা গেট দিয়ে বৃক্ষরোপন করে ওই যাত্রার সমাপ্তি হয়। ৮ জনের দলে ২ জন মহিলা সাইকেল আরোহীও ছিল। তবে ৮ জন যাত্রা শুরু করলেও শেষ করতে পেরেছেন ৭ জন। সুপ্রিয় দাস নাম একজন আরোহী কিছুদূর এসে অসুস্থ হয়ে পড়ায় তিনি আর এগোননি। বাকিরা হলেন শুকদেব সাউ, সুব্রত রায়, শেখ আজাদ, সৌরভ বণিক, অর্পিতা বিশ্বাস, অতনু সাহা এবং শুভ্রকান্তি দাস।

এটা শেয়ার করতে পারো

...

Loading...