সাংস্কৃতিক সংগঠক ঋতুরাজ প্রামাণিক তাঁর সংস্থা ‘নান্দনিক মানুষ’ এর পক্ষ থেকে ভারতবর্ষের বিভিন্ন শহরে নৃত্য উৎসবের আয়োজন করে চলেছে গত ছ বছর ধরে। সম্প্রতি গত ২০ এপ্রিল বেঙ্গালুরুর সেবা সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল তাদের ৬৮তম সাংস্কৃতিক সন্ধ্যা।
উক্ত সন্ধ্যায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গার্গী গোস্বামী, নয়না শ্রীনিবাস মূর্তি,কাভ্যা.এস, শুনরিতা বসু, হরিপ্রিয়া প্রিত্রিম-এর মত নৃত্য গুরুরা। মূল অনুষ্ঠানের ছিল দুটি পর্ব। প্রথম পর্বে পরিবেশিত হয় ভরতনাট্যম ও কুচিপুড়ি এবং দ্বিতীয় পর্বে ছিল ওড়িশি ও কত্থকের নিবেদন।
দেশের নানা প্রান্ত থেকে মোট সত্তর জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। তাঁদের মধ্যে কলকাতার পিপাসা বারিক ও সৃজা বন্দ্যোপাধ্যায়ের ভরতনাট্যম নৃত্য নিবেদন অনুষ্ঠানে অন্য মাত্রা আনে। এছাড়াও কেরালা থেকে আগত শিল্পী দেবীকা শ্রীকান্ত-এর কুচিপুড়ি দর্শকের মন জয় করেছে। পাশাপাশি বেঙ্গালুরুর নাটেশা নৃত্যালয়ার শিল্পীদের ভরতনাট্যম নৃত্য ও কথা নৃত্য অঙ্গনের শিল্পীদের কত্থক উপস্থাপনা প্রশংসার দাবী রাখে।
অনুষ্ঠানের অন্তিম পর্বে সকল শিল্পীকে সংস্থার পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করেন পরিচালক। তবে এই অনুষ্ঠানের সব থেকে বড় আকর্ষণ উক্ত অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী দক্ষিণ ভারতীয় দর্শকদের বিপুল উপস্থিতি ও শিল্পীদের সমাদর। সেই সুবাসেই সফল হয়ে ওঠে আয়োজন।