খাবারে শেক্সপিয়ার

কেমন হবে যদি, শেক্সপিয়ারের বিখ্যাত সব নাটকে উল্লেখ করা খাবারের নানা পদ একবার চেখে দেখার সুযোগ হয়! এমন অভিনব খাবারের সম্ভার সেজে উঠতে চলেছে পার্ক স্ট্রিটের একটি অতি পরিচিত বইয়ের দোকানে। আগামী ২৩ এ এপ্রিল এই কালজয়ী স্রষ্টা, নাট্যকার,ঔপন্যাসিক এবং কবি শেক্সপিয়ারের ৪৫৬তম জন্মদিন। তাই গোটা জন্মসপ্তাহ জুড়ে টেবিল সেজে উঠবে হ্যামলেটস্-এর ম্যাডনেস চকো মাফিন, ওফেলিয়াজ ইংলিশ গার্ডেন স্যালাড, কালিবানস ননভেজ ফিশ, ব্যাঙ্কজ ব্যাংকোয়েট, পোর্শিয়াজ পেস্ট্রি। এমন 'নাটুকে খাবার' দিয়ে সাজানো ফিস্টের নাম দেওয়া হয়েছে 'দা শেক্সপিয়ার ফিস্ট' চলতি সপ্তাহের দ্বিতীয়দিন থেকেই পাওয়া যাবে উক্ত মেন্যু গুলি।

জন্মসপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে কুইজের আসর। এছাড়া থাকছে তাঁর রচনা নিয়ে কর্মশালা ও ক্রস ওয়ার্ড পাজল। কর্মশালাটি আয়োজনের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ১৩ থেকে ১৮ বছর বয়সীদের নিয়ে অনুষ্ঠিত হবে কর্মশালাটি। এর বিষয়বস্তু থাকবে ইংরেজিতে ব্যবহৃত কিছু বাগধারা নিয়ে, যেগুলি শেক্সপিয়রের রচনায় প্রথম উঠে এসেছিল। যেমন জুলিয়াস সিজার থেকে 'It's Greek to me' অর্থাৎ এই সম্পর্কে আমার কিছুই জানা নেই, ওথেলো থেকে "Wear one's heart on one's sleeve" মানে অনুভূতি সম্পর্কে স্পষ্ট থাকা, দা টেমিং অফ দা স্রেও থেকে 'Break the ice’ অর্থাৎ প্রথম আলাপে উদ্যোগী হওয়া, মার্চেন্ট অফ ভেনিস্ থেকে "All that glitters isn't gold"  অর্থাৎ চকচকে বস্তুই সোনা নয় এমন বিখ্যাত নানা বাগধারা নিয়ে থাকছে কর্মশালা। 

পার্কস্ট্রিটের বই বিপনী থেকে জানানো হয় শেক্সপিয়ারের জন্ম সপ্তাহ জুড়ে তার রচিত বইগুলি বিশেষ ডিসপ্লেতে রাখা থাকবে। এছাড়া ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে কপিরাইট দিবস ও বিশ্ব বই দিবস উপলক্ষে বুক কভার প্রতিযোগিতা। শহরের অন্য আরেকটি বিখ্যাত বইয়ের বিপনী থেকে জানানো হয়েছে, শেক্সপিয়ারের জন্মদিবস উদযাপন উপলক্ষে আগামী ২৩এপ্রিল থেকে ৩০এপ্রিল অব্দি শেক্সপিয়ারের রচনা সমগ্র এবং শেক্সপিয়ারকে নিয়ে রচিত রচনা সমগ্র তাদের বিপনীতে ডিসপ্লে করা হবে। তার নানা রচনা নাটক -গল্প উঠে এসেছে কলকাতার বুকে নানান থিয়েটারে। সম্প্রতি শহরে একদিনের নাট্য উৎসবেও মঞ্চস্থ হয়েছে "ম্যাকবেথ" ও "কিং লিয়ার"। শেক্সপিয়ারের রচনায় অনুপ্রাণিত হয়ে বড়পর্দাতে যে ছবিটি প্রথম সফল শৈলীতে উঠে এসেছিল সেটি হল ঋতুপর্ণ ঘোষের "দা লাস্ট লিয়ার"। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...