প্রথমে ব্যাঙ্গালোর তার পরে দিল্লি কে হারিয়ে, আইপিএলের যাত্রাটা ভালোই শুরু করেছিল চেন্নাই। তবে এবার তাদের লক্ষ্য হ্যাটট্রিক। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবে ধোনি ব্রিগেড। একদিকে চেন্নাই যারা পর পর দুটি ম্যাচ জিতে আজকে খেলতে নামবে তো অন্যদিকে রাজস্থান যারা এখনও একটিও ম্যাচ জিততে পারে নি। তাই মনোবলের দিক থেকে অনেকটাই পিছিয়ে রাহানে ব্রিগেড। তবে দলে জোস বাটলার, সঞ্জু স্যামসন ও বেন স্টোকসের মত ব্যাটসম্যান থাকার ফলে হিসেবটা একটু অন্যরকম হতেই পারে চিপোক-এ। তবে স্পিন ফ্রেন্ডলি পিচ হওয়ার ফলে এগিয়ে থাকছে ধোনি ব্রিগেড। তার কারণ দলে হরভজন সিং, ইমরান তাহির ও জাদেজার মত স্পিনার আছে। তবে স্পিনের সাথে চিপোকে ব্যটসম্যানদেরও সুবিধা অনেক। খেলা যত গড়াবে তত পিচ স্লো হবে যা ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল টস। তাই টস জিতে প্রথমে ব্যাট করার থেকে বোলিং নেওয়াটাই শ্রেয়। তার কারণ আইপিএল ইতিহাস অনুযায়ী দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয় পাওয়ার সমীকরণটা বেশি। ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই জয় এসেছে পরে ব্যাট করে। তবে যতক্ষণ বিষয়টা ধোনি ততক্ষণ প্রথমে বা পরে ব্যাট করাটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। তাই নির্দ্বিধায় আজকের ম্যাচে পাল্লাভারি চেন্নাইয়ের।