শীর্ষে যাওয়ার লড়াই

চলতি আইপিএলের অষ্টাদশ ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে আজ মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস। দুটি দলই ৪ ম্যাচে ৬ পেয়ে আছে তাই আজকে যেই দল জয় পাবে লিগ শীর্ষে পৌঁছে যাবে তারা। তবে কাজটা একটু কঠিন হবে অশ্বিনদের পক্ষে। তার কারণ ব্যাটিং বিভাগে এগিয়ে রয়েছে ধোনি বাহিনী। কারণ তাদের দলে ধারাবাহিকতা রয়েছে। অন্যদিকে কেএল রাহুল আর ক্রিস গেইল ছাড়া তেমন কোনও ভালো ব্যাটসম্যান নেই তাদের ওপেনিং জুটিতে। আর মিডল অর্ডারে ডেভিড মিলার ছাড়া তেমন ভাবে আর কেউ নেই। সেই তুলনায় চেন্নাই সুপার কিংসে রয়েছে কেদার যাদব, এমএস ধোনি ও রবীন্দ্র জাদেজার মত পাওয়ার হিটার। তবে চেন্নাইয়ের চিন্তার কারন হতে পারে পাঞ্জাবের বোলিং বিভাগ। অ্যানড্রু টাই, মহম্মদ শামি ও স্যাম কুরান-রা জানে নিজেদের কাজটা। আর ব্যাক আপ হিসাবে অশ্বিন তো থাকছেই। তাই চেন্নাই যদি কোনও রকমে পাঞ্জাবের বোলিং সামলে দিতে পারে তাহলে রাহুল আর গেইলকে আটকানোর জন্য প্রয়োজনীয় বোলার আছে ধোনিদের। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...