চলতি আইপিএলের ২৩ তম ম্যাচে চেন্নাইয়ের চিপোক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স। আপাতত ৮পয়েন্ট আর নেট রানরেটের ভিত্তিতে কেকেআর এগিয়ে থাকলেও, দুই পক্ষে এই আইপিএলে তাদের সেরা ফর্ম ফিরে পেয়েছে। তাই প্রথম স্থানে টিকে থাকার লড়াইটা যে বেশ ভালোই হবে তা বলাই যায়। ধোনির পুরোনো ফর্মে ফিরে আসায় চেন্নাই স্বস্তিতে থাকলেও তাদের ভুলে গেলে চলবে না যে প্রতিপক্ষে আন্দ্রে রাসেলের মত ব্যাটসম্যান আছে, যে একা হাতে যে কোনোও ম্যাচের হাল পাল্টে দিতে পারে। তবে চিপোকের খেলা হওয়ার দরুণ দুই পক্ষের স্পিনারদের ওপর আজকের ম্যাচ অনেকটাই নির্ভর করে থাকবে। চেন্নাইয়ে যেমন হরভজন সিং, ইমরান তাহির আর রবীন্দ্র জাদেজা আছে তেমনই কলকাতায় পিয়ুস চাওলা, সুনিল নারাইন ও কুলদ্বীপ যাদবের প্রদর্শন অত্যন্ত জরুরি। তাছাড়াও ঘরের মাঠে চেন্নাইকে হারানোর কাজটা একটু কঠিন হবে দীনেশ কার্তিকদের। তার কারণ আইপিএল ইতিহাসে ঘরের মাঠে চেন্নাইয়ের জয় বাকি দলগুলির থেকে একটু বেশি। তাই খাতায় কলমেই হোক বা চলতি মরশুমে দুই পক্ষের ফর্মের ভিত্তিতে আজকের ম্যাচে এগিয়ে থাকছে ধোনির চেন্নাই সুপার কিংস। এখন দেখার দুই সংখ্যার পয়েন্টে আগে কে পৌঁছোয়, কলকাতা না চেন্নাই?