আইপিএলের পঞ্চম ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটাল্স ও চেন্নাই সুপার কিংস। অভিজ্ঞতা বনাম প্রতিভার এই লড়াইতে কোনও পক্ষই বিনা যুদ্ধে বিন্দু মাত্র জমি ছাড়তে রাজি নয়। তার কারন দুই পক্ষই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আর তারা তাঁদের জয়ের ব্যাবধান আরও বাড়িয়ে নিতে উদগ্রিব হয়ে রয়েছে। তাই সে দিল্লি হোক বা চেন্নাই মনোবলের দিক থেকে আজকের ম্যাচে কেউই পিছিয়ে না থাকলেও ফিরোজ শাহ কোটলার পিচের খাতিরে এগিয়ে রয়েছে চেন্নাই। তার কারন কোটলার স্পিন ফ্রেন্ডলি পিচে চমক দেখাতেই পারে হারবাজান সিং, জাদেজা ও ইমরান তাহির। অন্যদিকে এটা বার বার দৃষ্টিগোচর হয়েছে যে রিশভ পন্ত স্লো ডেলিভারি পিচে নিজেকে মেলে ধরতে পারে না। আর প্রতিপক্ষ যখন ধোনি তখন সে বিষয় একটু চাপে থাকতে পারে দিল্লি। তবে ধোনিকে এটাও খেয়াল রাখতে হবে যে যত সময় যাবে তত কোটলার পিচ তার চমক হারাবে তাই ব্যাঙ্গোলোরের মত প্রথমেই স্পিনদের দিয়ে বল করানো ঠিক হবে না। তবে রিশভ পন্ত যদি তার দুর্বলতা কাটিয়ে নিজেকে মেলে ধরতে পারে তা কিছুটা সমস্যার হতে পারে চেন্নাই শিবিরে। তবে দলে শেন ওয়াটসন, ব্র্যাভো ও ধোনির মত খেলোয়াড় আছে যারা যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ বার করে নিতে সক্ষম। তাই দিল্লি যত তাড়াতাড়ি এই তারকাদের উইকেট তুলে নিতে পারবে ততই তাদের মঙ্গল।