দীর্ঘ ১ মাসের লড়াই-এর পর প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে এবছরের আইপিএল। মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি চেন্নাইয়ে ও হায়দ্রাবাদ। একদিকে কেন উইলিয়ামসন তো অন্যদিকে এম এস ধোনি বিনা যুদ্ধে এক বিন্দু জমি ছাড়তে রাজি নয় কোন পক্ষ। ব্যাটিং অস্ত্রে শান দিয়ে প্রস্তুত দুই দল কারন ওয়াংখেড়ের মত ব্যটিং পিচে দুই পক্ষোই চাইবে তাদের ব্যটিং দিয়ে ম্যাচের অনেকটা নিজের করে নিতে। কিন্তু চেন্নাইয়ের সমস্যা তাঁদের বোলিং লাইনআপ নিয়ে, দীপক চ্যাহার ছাড়া তেমন ভাবে কেউ নিজেকে তুলে ধরতে পারে নি। তাই বোলিংয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে হায়দ্রাবাদ। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল চলতি আইপিএল মরশুমে ওয়াংখেড়েতে সফল দুই অধিনায়ক-ই। এই আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ১ উইকেটে জয় পায় চেন্নাই। অন্যদিকে ২৩ তম ম্যাচে ১১৮ রানের মত ছোট টার্গেট করেও আটকে দেয় মু্ম্বাইকে। তাই আজকের ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী ম্যাচে জয় পাওয়ার হার ৫৮ শতাংশ চেন্নাইয়ের দিকে আর বাকি ৪২ শতাংশ থাকছে হায়দ্রাবাদের দিকে।