আইপিএলে হোম গ্রাউন্ড যার-ই হোক না কোন চেন্নাই সুপার কিংসের তাতে যে কিছু এসে যায় তা বার বার প্রমাণ করেছে ধোনি। আর নিজেদের ঘরের মাঠে হলে তো কথায় নেই। অতিথি দলকে কিভাবে পরাস্ত করা যায় তাতেও সিদ্ধহস্থ ‘ড্যাডস আর্মি’। ফলাফল ৫টি ঘরের মাঠে ম্যাচ খেলে ৫টিতেই জয়। আর তাই ১১ ম্যাচ খেলে তাদের সংগ্রহে ১৬ পয়েন্ট, প্লেঅফস কনফার্ম। মঙ্গলবার টস জিতে ধোনি প্রথমে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স কে। মনিশ পান্ডে-র ৪৯ বলে ৮৩ রান আর ড্যাভিড ওয়ার্নারের ৪৫ বলে ৫৭ রানের ওপর ভর করে ১৭৫ রান তোলে হায়দ্রাবাদ। তবে অকৃতকার্য হন জনি বেয়ারস্টো। খেলার শুরুর দিকে হরভজন সিং-এর শিকার হন তিনি। তবে তার জায়গায় মনিশ পান্ডের ঝোড়ো ইনিংস বাঁচিয়ে দেয় সানরাইজার্সকে। জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী রুপ ধারণ করে শেন ওয়াটসন। ৯টি চার আর ৬টি ছয় সমৃদ্ধ ৫৩ বলে ৯৬ রানের ইনিংসের জেরে ম্যাচে ফিরে আসে সিএসকে। আর তাকে যথাযথ সাথ দিয়েছে সুরেশ রায়নার ২৪ বলে ৩৮ রানের ইনিংস। নির্ধারিত খেলার ১ বল হাতে থাকতে ম্যচে জিতে নেয় সুপার কিংস। পরবর্তী ম্যাচে চেন্নাই মুখোমুখি হবে মুম্বইয়ের বিরুদ্ধে আর অন্যদিকে হায়দ্রাবাদ মুখোমুখি হবে পাঞ্জাবের বিরুদ্ধে। দুটি দলেরই প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা প্রবল তবে এখন দেখার প্রথম দুটি স্থানে থাকতে পারে কিনা এই দুই পক্ষ।