ব্র্যাভোর বাজিমাত

চলতি আইপিএলের দ্বাদশ ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় চেন্নাই সুপার কিংস-এর।  রাহানে বাহিনীকে ৮ রানে হারাল ধোনি বাহিনি। চিপোক স্টেডিয়ামে পরে ব্যাট করে জয়ের হার বেশি থাকার কথা মাথায় রেখে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ধীর গতিতে চেন্নাই ব্যাট করা শুরু করলেও খেলা যত এগোয় তত আগ্রাসি হয়ে ওঠে চেন্নাই। পাওয়ার প্লে তে অম্বাতি রায়ডু, শেন ওয়াটসন ও কেদার যাদবের মত পাওয়ার হিটারদের হারিয়ে ফেলার দরুণ চাপে পড়ে যায় চেন্নাই। ম্যাচের দায়িত্ব এসে পড়ে মিডল অর্ডারের ওপর। সুরেশ রায়নার ৩২ বলে ৩৬ রান ও ধোনির ৪৬ বলে ৭৫ রানের ওপর ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিএসকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রাহানে, বাটলার ও স্যামসনের উইকেট হারিয়ে ম্যাচের দখল হারিয়ে ফেলে রাজস্থান। রাহুল ত্রিপাঠি ও স্টিভ স্মিথ  রাজস্থানের দখলে আনে ম্যাচ। তবে কার্যত চেন্নাইয়ের কাছ থেকে ম্যাচ ছিনিয়েই নিয়েছিল জোস বাটলার ও জোফরা আর্চার। কিন্তু ম্যাচের ঘোর পাল্টে দেয় ব্র্যাভো। শেষ ওভারে ফর্মে থাকা জোস বাটলারের উইকেট নিয়ে শেষ রাতে বাজিমাত করে দেন তিনি। অবশেষে ১৬৭ রান করেই গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...