শহরের জলমগ্ন রাস্তায় কুমিরের হানা

কথায় আছে খাল কেটে কুমির আনা। কিন্তু বিনা খাল কেটেই যদি কুমির চলে আসে তাহলে? সেদিক থেকে দেখলে প্রথমেই মনে আসে ফ্লোরিডার নাম। ফ্লোরিডাতে বর্ষায় রাস্তাঘাটে, ঘরের বাইরে যানবাহনের পাশাপাশি কুমির চলাচল করে, সেরকম আতঙ্কজনক কান্ড আর কোথাও হয় না বললেই চলে। যদিও সেখানকার মানুষরা এই কুমিরের বিষয়ে বেশ ওয়াকিবহাল ও অভ্যস্ত তাই এই সমস্যার সমাধান তাদের জানা। এবার ভারতেও শহরের জলমগ্ন রাস্তায় কুমিরের দেখা মিললো। টুইটারে ভাইরাল হল সেই ভিডিও।    

সম্প্রতি টুইটারের একটি ভিডিও সূত্রে দেখা যায় ভারি বর্ষণের ফলে শহরের রাস্তাঘাট জলমগ্ন। আর সেই জলে ডোবা রাস্তার মধ্যে নাজেহাল দুটি কুকুর একটু আশ্রয় খুঁজছিল।হঠাৎ জলের মধ্যে দিয়ে মাথা তুলে এগিয়ে আসে এক কুমির। সামনে খাবার দেখেই কুমিরটি আক্রমণ করে বসে একটি কুকুরকে। আতঙ্কিত কুকুরটি কোনরকমে নিজেকে বাঁচিয়ে পালায় সেখান থেকে। কুমিরটি পুনরায় জলের মধ্যে মাথা ডুবিয়ে নেয় নতুন শিকারের সন্ধানে। ভিডিওটি দেখলে সকলেই আতঙ্কিত হবে। এই ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাদোদারাতে। তবে এই কুমিরটি কোথা থেকে কীভাবে আসলো তা জানা যায়নি। 

গত ৩১শে জুলাই অর্থাৎ বুধবার অতি বৃষ্টির ফলে গুজরাতের বহু জায়গায় গভীর ভাবে জল জমে যায়। প্রায় ,০০০ জলমগ্ন মানুষকে উদ্ধার করা হয়েছে গুজরাতের ভাদোদারা থেকে। অফিস-কাছারি থেকে স্কুল-কলেজ সবই বন্ধ ছিল। আজ সকাল ৯টা পর্যন্ত পর্যন্ত বন্ধ ছিল বিমান চলাচল। অতি বর্ষণের জন্য বাতিল হয় বেশ কিছু ট্রেনও। সূত্রের খবর ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী বৈঠক ডেকে উদ্ধার কার্য শুরু করে দিয়েছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...