সঙ্কটে নাইটরা

একদিকে পরপর তিনটি ম্যাচে হার আর অন্যদিকে দিনের পর দিন কঠিন হয়ে যাওয়া প্লে অফসের রাস্তা। কলকাতার আইপিএল যাত্রায় হঠাৎ-ই যেন নজর লেগেছে শনির। এই সংঙ্কটের সময় ফের মহা সংঙ্কটে নাইট শিবির। ব্যঙ্গালোরের বিরুদ্ধে দলে থাকছেন না কলকাতার জয়ের কান্ডারী আন্দ্রে রাসেল। বৃহস্পতিবার নেট প্র্যাকটিস করতে গিয়ে কাঁধে চোট পান ‘ড্রি রাস’। তার ফলে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। চোট গুরুতর না হলেও আজকের ম্যাচে অনিশ্চিত ক্যারিবিয়ানের এই ‘মিডল অর্ডার কিং’। পরিবর্তে দলে আসতে পারে অপর ক্যারিবিয়ান কার্লস ব্র্যাথওয়েট। এই আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু ইডেন গার্ডেনে, টি-২০ বিশ্বকাপ ফাইনালের সেই ব্র্যাথওয়েটের এখনও পরিচিতি ঘটেনি আইপিএলে। তাই বিধ্বংসী রাসেলের পরবর্তে ব্র্যাথওয়েট কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেটা সময়ের অপেক্ষা। তাছাডা়ও ব্যঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের মূলে ছিলেন রাসেল। ৪ ওভারে ৬৪ রান তুলে কলকাতার হয়ে জয় এনে দিয়েছিলেন তিনি। আর আজকের ম্যাচও সেই ব্যঙ্গালোরের বিরুদ্ধেই। এই মূহুর্তে কলকাতার ৬টি ম্যাচে অন্ততপক্ষে ৪টি ম্যাচে জিততেই হবে কার্তিকদের। যার মধ্যে ২টি ম্যাচ আছে কলকাতার বিভিষীকা মুম্বই ইন্ডিয়ান্সেদের বিরুদ্ধে। তাই দলে রাসেল না থাকায় চিন্তার ভাঁজ সমর্থক সহ গোটা নাইট শিবিরে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...