ক্রিমিনাল জাস্টিস

সম্প্রতি রিলিজ করল অসাধারণ একটি ক্রাইম থ্রিলার| অনেকদিন পর এই ধরনের ক্রাইম থ্রিলার দেখতে পারছি আমরা| হঠাত করেই ঘুম না আসা রাতে আমার মত অপনারাও চালিয়ে দিতে পারেন সিরিজটা| criminal justice আমাদের এই সময়কে তুলে ধরেছে, তুলে ধরেছে সমাজের মানুষরা কিভাবে ঘটনা না জেনে নিজেদের মত করে সব ঘটনা বিচার করে ফেলে| সমাজের প্রতেকটি মানুষেকে শ্রদ্ধা জানিয়েই কথাটা বললাম |

ক্রাইম থ্রিলারতো বটেই, সাথে সাথে আমার মতে সিরিজটি একটা সামাজিক বক্তব্য বয়ে নিয়ে আসে যা এই মুহুর্তে খুবই প্রযোজ্য| অভিনয় ও পরিচালনার দিক থেকে সিরিজটি অনবদ্য| অভিনয় করেছে আমাদের খুব চেনা মুখেরা | অনেকদিন পর অন্য স্বাদে, অন্যভাবে jackie shoroff কে পর্দায় দেখে আমি অবাক হওয়ার থেকে বেশি খুশি হয়েছি | সে নিজের চরিত্রের মধ্যে এতটাই মিশে গিয়েছিল যে তাকে আমরা চরিত্র দিয়েই চিনছিলাম| সে হয়ে উঠেছিল মুস্তাফা ভাই” | তার প্রতেকটা কথা, ভঙ্গি বদলে গিয়েছিলো| মূল চরিত্রে অভিনয় করেছে vikrant massey |  তাকে আমরা অনেক সফল ওয়েব সিরিজ, সিনেমা তে দেখতে পারছি| তার চরিত্র অনুযায়ী তার অভিনয় একেবারে যথাযথ |

সিরিজটির কাহিনী ও পরিচালনা এতটাই অনবদ্য যে একবার গল্পের সাথে জুড়ে গেলে আর ছিন্ন হওয়া মুশকিল| একটা সরল, নির্দোষ ছেলে বাজে পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ে, সে জানে সে নির্দোষ| কিন্তু মানবে কে?  আমরা আসলে সব জিনিসকেই একটা অন্য কোণ থেকে দেখতেই ভালবাসি| কোনটা সত্যি কোনটা মিথ্যে, আসল ঘটনা কি ঘটেছিল এইসব না জেনেই আমরা বিচার করতে লেগে যাই| তাতে নির্দোষের সাথে সাজা হয় |  

সিরিজটির কাহিনীর মধ্যে জেলের পরিবেশও উঠে এসেছে, উঠে এসেছে সেই এক আলাদা দুনিয়া যেখানে আমাদের দুনিয়ার নিয়ম চলে না| চলে এক অন্য নিয়ম| এক অন্য হওয়া|

Justice কিন্তু শেষে পাওয়া যায়| একটি ছেলে যে সবসময় দোষী হতে পারে তা কিন্তু নয়| বিচার সবার জন্য| বিচার করার জন্য যারা আছে তারাই বিচার করুক, সমাজের সবাই যদি বিচার করতে থাকে তাহলেই কিন্তু সমস্যা |

এইসব কেতাবি কথা বাদ দিয়ে যদি দেখা যায় ছেলেটার কি হল তাহলে বোঝা যাবে সে কিন্তু জড়িয়ে গেছিল যা তার প্রাপ্য ছিলো না| কিন্তু আশার আলো শেষে জ্বলবেই| জেলের ছোট গেট থেকে বেরিয়ে আসবে নির্দোষ ব্যক্তি|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...