বিশ্বকাপের রেকর্ড যা ক্যরিবিয়ানরাই ভাঙতে পারবে

কথায় বলে ‘রেকর্ডস আর মেড টু বি ব্রোকেন’, অর্থাৎ রেকর্ড তৈরী হয় ভাঙার জন্য। ক্রিকেট বিশ্বকাপ এমন কিছু রেকর্ডের সাক্ষী আছে যা হয়ত বিশ্বকাপ ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ক্রিকেটের বিশ্বযুদ্ধ। পুরনো  রেকর্ড ভেঙে সৃষ্টি হবে নতুন রেকর্ডের। তাই নতুন রেকর্ড তৈরী হওয়ার আগে আপনাদের জানানো যাক এমন একটি রেকর্ডের বিষয় যা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে আজও অটুট। যেই রেকর্ডের অধিকারি একমাত্র ভারত, যা কেবল মাত্র ওয়েস্টইন্ডিজ-ই ভাঙতে পারবে। ভাবছেন এ আবার কেমন রেকর্ড যা শুধুমাত্র একটি দলের পক্ষেই ভাঙা সম্ভব।

  এই ফাঁকে বলে নেওয়া যাক, একটি সময় ছিল, যখন ওডিআইতে দুইপক্ষের নির্ধারিত ওভার ছিল ৬০ওভার। যা পরবর্তীকালে ৫০ ওভার করা হয়। ১৯৮৩ সালের ফাইনাল ছিল ৬০ ওভারে খেলা শেষ ম্যাচ। যেখানে ওয়েস্টইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতে ভারত। ২০০৭ সালে শুরু হয় টি-২০ বিশ্বকাপ, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তারপরেই ২০১১ সাল, দীর্ঘ ২৮ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বসেরার খেতাব জিতল ভারত। আর তাতেই সৃষ্টি হল রেকর্ড। ক্রিকেট ইতিহাসের ভারত একমাত্র দল যারা ৬০ ওভার, ৫০ ওভার ও ২০ ওভার, এই তিনটি ফরম্যাটেই বিশ্বকাপ জিতেছে। তবে এই রেকর্ডটি শুধুমাত্র ওয়েস্টইন্ডিজের পক্ষেই ভাঙা সম্ভব যদি আগামি কোনও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তারা। কারণ ১৯৭৫ আর ১৯৭৯ সালের ৬০ ওভারের বিশ্বকাপ জয়ী দল তারা, এমনকি ২০১০ ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা। যদি ৫০ ওভারের কোনও বিশ্বকাপে জয়ী হয় ক্যারিবিয়ানরা তাহলেই একমাত্র ভারতের এই রেকর্ডটি ভাঙা সম্ভব

এটা শেয়ার করতে পারো

...

Loading...