ক্রিকেট বিশ্বকাপ ১৯৭৫ সাল থেকে শুরু হলেও ক্রিকেটের পরিচিতি ঘটেছে তার থেকে ১৩১ বছর আগে। প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা হয় কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, ১৮৪৪ সালে। তবে তা একদিনের ম্যাচ ছিল না টেস্ট ম্যাচ ছিল তার সঠিক নথিপত্র হয়ত নেই। প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় ১৮৭৭ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। ১৮৮৯ সালে টেস্ট খেলার স্বত্ত্ব পায় দক্ষিন আফ্রিকা। ১৯০০ সালে প্যারিস অলিম্পিক গেমসে ক্রিকেট কে প্রথম ও অন্তিমবারের জন্য যোগ করা হয়। যেখানে ফ্রান্স কে হারিয়ে স্বর্ণপদক পায় গ্রেট ব্রিটেন।
প্রথম মাল্টি-ল্যাটারাল টুর্নামেন্ট খেলা হয় ১৯১২ সালে। অংশগ্রহন করেছিল তিনটি দেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিন আফ্রিকা। তারপর একে একে ১৯২৮ সালে ওয়েস্ট ইন্ডিজ, ১৯৩০ সালে নিউজিল্যান্ড, ১৯৩২ সালে ভারত ও ১৯৫২ সালে পাকিস্তানের সংযোজন হওয়ায় জমজমাট হয়ে ওঠে এই খেলা। আর এই খেলার বিকাশ দেখে একে একে চালু করা হয় নতুন টুর্নামেন্ট। ১৯৬০ সালে শুরু হয় মিডল্যান্ডস নকআউট কাপ, ১৯৬৩ সালে জিলেট কাপ, ১৯৬৯ সালে সানডে লিগ যা শুধুমাত্র রবিবার করে খেলা হত বলে জানা যায়। প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হয় ১৯৭১ সালে, যখন বৃষ্টির কারণে ভেস্তে যায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ। তাই উত্তেজিত দর্শকদের শান্ত করতে টেস্ট ম্যাচের শেষ দিনে ওয়ান ডে ম্যাচের আয়োজন করা হয়। প্রতি বছর নতুন নতুন দলের সংযোজন ও ক্রিকেটের প্রতি মানুষের উন্মাদনা কে পাল্লা দিতে ১৯৭৫ সালে আইসিসি বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নেয়।