উত্তরবঙ্গ উন্নয়ন দফতর মহিলা শ্রমিকদের জন্য নিয়েছে এক অভিনব পদক্ষেপ। যেহেতু মহিলারা কোন ক্ষেত্রে পিছিয়ে নেই তাই কাজের ক্ষেত্রেও কোন কিছু বাধা হতে পারেনা। তাই জলপাইগুড়ি চা বাগানের মহিলা শ্রমিকদের সন্তানদের জন্য 'ক্রেস' তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। নাগরাকাটা ব্লকে পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য দু’টি করে মোট দশটি ক্রেসের প্রস্তাব পাঠানো হয়েছে দফতরে। চলতি বছরে নাগরাকাটা ব্লকে তিন কোটি টাকা দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। যার মধ্যে থেকে ক্রেসের জন্য খরচ ধরা হয়েছে ৭৯ লক্ষ টাকা। যেহেতু নাগরাকাটা মূলত চা বাগান অধ্যুষিত এলাকা, তাই সেখানকার চা শ্রমিক পরিবারের মায়েরা তাদের সন্তানদের বাড়িতে কারও দায়িত্বে রেখে কাজে বেরিয়ে পড়েন। এতে তাদের অনেক রকমের সমস্যা হয়। তাই মহিলা চা শ্রমিকদের কথা মাথায় রেখে ক্রেসের পরিকল্পনা ব্লক প্রশাসন থেকে জেলায় প্রস্তাব এসেছে। এরপরে উক্ত প্রস্তাবটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেও পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শুধু এই একটি প্রস্তাব নয় এর পাশা পাশি ব্লকে একটি ডিপ টিউবয়েল প্রায় ১ কোটি ১৪ লক্ষ টাকা, নাগরাকাটা বাস টার্মিনাস প্যাসেঞ্জার শেড প্রায় ২৫ লক্ষ টাকা, তিনটি কমিউনিটি টয়লেট ২৮ লক্ষ ৫০ হাজার টাকা, সোলার পথবাতি ১৬ লক্ষ ৮০ হাজার, ১০ টি টিউবয়েল ৪৫ লক্ষ টাকার পরিকল্পনা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে। উক্ত বিষয়ে জেলা প্রশাসন থেকে জানা গিয়েছে যে, চলতি আর্থিক বছরে প্রত্যেকটি ব্লকের উন্নয়নের জন্য অনুদান পাঠানো হয়েছে। এই ব্যবস্থার জন্য প্রত্যেক ব্লকের অনেক বড় বড় সমস্যারও সমাধান হবে বলে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন।