সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। কিন্তু ফুটবল খেলায় বাঙালিরাই যে একমাত্র পটু তা তো নয়।দেশে বিদেশে সমস্ত জায়গাতেই এই খেলার বেশ জনপ্রিয়তা রয়েছে।বিশ্বের যেকোনো প্রান্তে গেলেই দেখা মেলে ফুটবলভক্তদের। আর সুযোগ পেলে তো কথাই নেই। পায়ের কাছে বলটা চলে এলে তাকে কি এড়িয়ে যাওয়া যায়? গোলের উদ্দ্যেশ্যে সেই বলকে উড়িয়ে দেওয়াই হয় একমাত্র লক্ষ্য।চোখের সামনে ফুটবল পড়ে থাকা একধরণের প্রলোভনের মতো।আর সেই প্রলোভন উপেক্ষা করা একটু কষ্টকর ব্যাপারই বটে! তা সে মানুষ হোক বা গরু। হ্যাঁ, ঠিক এ পড়েছেন। গরুর কথাই বলা হচ্ছে। এতক্ষনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছেন একটি গরুর ফুটবল খেলার ভিডিও।
কিছু ক্ষেত্রে এইসব ঘটনা রটনা বলে মনে হলেও, যা রটে তার কিছুটা তো ঘটে। এই ঘটনাটিও ঘটেছে বাস্তবে। গোয়ার একটি এলাকায় ঘটেছে ঘটনাটি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, গরুটি দুই পায়ের মাঝে বলটি নিয়ে একবার এপ্রান্ত তো আরেকবার ঐপ্রান্তে দৌড়োদৌড়ি করছে। কিন্তু তার পায়ের মাঝখান দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছে না একবারও। পাক্কা ফুটবল খেলোয়াড়ের মতো রীতিমতো দক্ষতার সাথে ফুটবল নিয়ে দৌড়োদৌড়ি করছে সে। কিন্তু গরু ফুটবল কোথায় পেলো? এমন প্রশ্নই জাগছে মনে তাই তো? জানা গেছে, একটি মাঠে অল্পবয়সী কিছু ছেলে একত্রিত হয়ে ফুটবল খেলছিল। সেই সময় সেখানে উপস্থিত হয় একটি গরু। বলটিকে এদিক ওদিক দৌড়াতে দেখে দাঁড়িয়ে যায় গরুটি। বলটি পায়ের কাছে আসার সাথে সাথেই গোলের উদ্দেশ্যে তাকে পাঠিয়ে দেওয়ার পূর্ণ প্রচেষ্টা করে সেই গরুটি। তারপরেই শুরু হয় তার খেলা। বল পায়ে নিয়ে দৌড়োদৌড়ি। বলের মালিকেরা তো হতবাক। তারা নিজেদের সম্পত্তি যেই কিনা ফিরিয়ে আনতে যাবে অমনি গরু তাদের তাড়া করছে।
মজার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফেমাস ক্রিকেট কমেন্টেটর হর্ষ ভোগলে। ভিডিওটি পোস্ট হওয়ার প্রায় সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সেটি। আসলে গরুকে ক্রিকেট খেলতে হয়তো অনেকেই প্রথমবার দেখছেন।গরু বেচারারই বা কি দোষ? সারাদিন বসে বসে জাবর কাটতে কি আর ভালো লাগে বলুন? জীবনে একটু এন্টারটেনমেন্টেরও দরকার আছে বৈকি!
কিছু ক্ষেত্রে এইসব ঘটনা রটনা বলে মনে হলেও, যা রটে তার কিছুটা তো ঘটে। এই ঘটনাটিও ঘটেছে বাস্তবে। গোয়ার একটি এলাকায় ঘটেছে ঘটনাটি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, গরুটি দুই পায়ের মাঝে বলটি নিয়ে একবার এপ্রান্ত তো আরেকবার ঐপ্রান্তে দৌড়োদৌড়ি করছে। কিন্তু তার পায়ের মাঝখান দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছে না একবারও। পাক্কা ফুটবল খেলোয়াড়ের মতো রীতিমতো দক্ষতার সাথে ফুটবল নিয়ে দৌড়োদৌড়ি করছে সে। কিন্তু গরু ফুটবল কোথায় পেলো? এমন প্রশ্নই জাগছে মনে তাই তো? জানা গেছে, একটি মাঠে অল্পবয়সী কিছু ছেলে একত্রিত হয়ে ফুটবল খেলছিল। সেই সময় সেখানে উপস্থিত হয় একটি গরু। বলটিকে এদিক ওদিক দৌড়াতে দেখে দাঁড়িয়ে যায় গরুটি। বলটি পায়ের কাছে আসার সাথে সাথেই গোলের উদ্দেশ্যে তাকে পাঠিয়ে দেওয়ার পূর্ণ প্রচেষ্টা করে সেই গরুটি। তারপরেই শুরু হয় তার খেলা। বল পায়ে নিয়ে দৌড়োদৌড়ি। বলের মালিকেরা তো হতবাক। তারা নিজেদের সম্পত্তি যেই কিনা ফিরিয়ে আনতে যাবে অমনি গরু তাদের তাড়া করছে।
মজার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফেমাস ক্রিকেট কমেন্টেটর হর্ষ ভোগলে। ভিডিওটি পোস্ট হওয়ার প্রায় সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সেটি। আসলে গরুকে ক্রিকেট খেলতে হয়তো অনেকেই প্রথমবার দেখছেন।গরু বেচারারই বা কি দোষ? সারাদিন বসে বসে জাবর কাটতে কি আর ভালো লাগে বলুন? জীবনে একটু এন্টারটেনমেন্টেরও দরকার আছে বৈকি!