আজ থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং

জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়ে গেছে বেশ কিছুদিন হল। লিস্টে নাম থাকা ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় ৯৯% কেই কাউন্সেলিং-এর জন্য ডাকা হচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে এই প্রক্রিয়া এবং শেষ হবে ২০ জুলাইয়ের মধ্যে। পুরোনো ধাঁচে অর্থাৎ তিন দফাতেই এই কাউন্সেলিং করা হচ্ছে এবারেও। তবে থাকছেনা মপ আপ কাউন্সেলিং।

      জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে অনলাইন রেজিস্ট্রেশন, ফি জমা দেওয়া এবং প্রার্থীদের পাসওয়ার্ড তৈরী করার জন্য ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রার্থীরা কোন কলেজে ভর্তি হতে চান, তার জন্য অনলাইনে চয়েস ফিলিং করতে হবে ২৫ থেকে ৩০ জুনের ভেতর। এই চয়েস লকিং-এর কাজ চূড়ান্ত করার জন্যও থাকছে ওই একই সময়। পড়ুয়ারা সেই কাজ শেষ করার পর পোর্টাল থেকে তা নিয়ে নেওয়া হবে ৩০ জুন। এর পর ৩ জুলাই প্রথম দফার লিস্ট ঘোষণা করা হবে। ৪ থেকে ৭ জুলাই ভর্তির প্রভিশনাল ফি জমা দেওয়া, রিপোর্টিং সেন্টারে গিয়ে বিভিন্ন নথি যাচাই করা হবে। এবারে দ্বিতীয় দফার আসন জানানো হবে ৯ জুলাই। প্রথম দফার মত এই ক্ষেত্রেও থাকবে ফি জমা দেওয়া এবং নথি যাচাই-এর প্রক্রিয়া। অবশেষে তৃতীয় দফাতেও একই পদ্ধতি অবলম্বন করে সব শেষ করতে হবে ২০ জুলাইয়ের মধ্যে- জানানো হয়েছে বোর্ডের তরফে।

     এর পরও যদি আসন খালি থাকে, তাহলে সেই আসনগুলি বিকেন্দ্রীকৃতভাবে ভর্তি করানো হবে। যেহেতু এবারে মপ আপ কাউন্সেলিং নেই, তাই ধরে নেওয়া হচ্ছে, তৃতীয় দফার আসন ভর্তি হয়ে যাওয়ার পর সাধারণ-কলেজ বিশবিদ্যালয়ের মত পড়ুয়া ডেকে নিয়ে ভর্তি করানো হবে। যদিও এই বিষয়ে সরকারি তরফে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...