বাড়ছে করোনা, বাড়ছে আতঙ্ক! কি বলল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক?

দেশে ফের হানা দিয়েছে করোনা। দেড় বছরের একটা বিরতির পর ফের হানা দিয়েছে কোভিড। এখনও কোভিডের সেই ভয়াবহ মহামারীর ক্ষত কাটিয়ে উঠতে পারেনি বিশ্বের বহু মানুষ। বাড়ছে আতঙ্ক।   

করোনার ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট জেএন-১(JN.1)-এর হঠাৎ করে বাড়তে শুরু করেছে দেশে। এই নিয়ে বহু সতর্কতা দেওয়া হচ্ছে সকলকে। তবুও, আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকছে। একদিকে কোভিড-১৯ এবং অন্যদিকে করোনার সাব-ভ্যারিয়েন্ট জেএন-১। দুই ভাইরাস এক গতিতে বেড়ে চলেছে ভারতে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে যে দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। এই সময় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০৪৯।

coronavirus_pixabay071521

জানা গিয়েছে যে এই মৃত ৫ জনের মধ্যে দুজন মারা গিয়েছেন কেরালায়। দুজন মহারাষ্ট্রে এবং একজন জম্মু-কাশ্মিরে।

এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন যে এই সময় শীতের কারণেই দেশে করোনার সংক্রমণ বেড়ে চলেছে। ফলে এটাও জানানো হয়েছে যে শীত কমলে করোনা সংক্রমণের রেষটাও ফের কমে যাবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সকল দেশবাসীকে বার্তা দিয়েছেন এই রোগ নিয়ে অহেতুক ভয় না পেতে, তবে সকলকে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, করোনা আক্রান্তের পাশাপাশি জানা গিয়েছে যে করোনার সাব-ভ্যারিয়েন্ট, জেএন-১ গোটা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৯ জন।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...