এসি-তে কম ঠান্ডা নাহলে ডান্ডা

এসি তে সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৪ ডিগ্রী সেলসিয়াস| হ্যাঁ  ঠিক শুনেছেন, আর কয়েক মাসের মধ্যেই এই নীতি ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার এমনটি জানা গেছে সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী| উদ্যোগ হলো  বিদ্যুৎ বাঁচানো| শুধু তাই নয়, ইতিমধ্যেই এসি প্রস্তুতকারীদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন শক্তিমন্ত্রী আর কে সিংহ। সেখানেই ঠিক হয়েছে ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যেই থাকবে এসির তাপমাত্রা। এর ফলে ক্রেতাদের আর্থিক এবং শারীরিক ক্ষতির থেকে রক্ষা করা যাবে।

মন্ত্রী আরকে সিংহ জানিয়েছেন, কেন্দ্র চাইছে আগামী দিনের এসি মেশিনে ২৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা সেট করাই যাবে না। এটাই থাকবে ডিফল্ট সেটিংস, কয়েক মাসের মধ্যেই এই সংক্রান্ত নির্দেশ জারি করবে কেন্দ্রীয় সরকার।

সুত্র থেকে জানা গিয়েছে, শক্তিমন্ত্রক ও ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এ নিয়ে সমীক্ষা চালিয়েই ঠিক করেছে এয়ার কন্ডিশনারের ডিফল্ট সেটিংস ২৪ ডিগ্রি সেলসিয়াস রাখাই ঠিক| তাদের দাবি, প্রতি এক ডিগ্রি তাপমাত্রা কমানোর জন্য ৬ শতাংশ বিদ্যুৎ খরচ বাড়ে। তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রির মধ্যে রাখলে বিদ্যুতের খরচ কমবে। তা যেমন গ্রাহককে আর্থিক সুবিধা দেবে তেমনই প্রকৃতির জন্য ভাল হবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...