নন্দিতা চললো 'ইসরো'য়

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসন (ইসরো) আয়োজিত 'যুব বিজ্ঞান কর্মশালায়' যোগ দেওয়ার জন্য তালিকায় নাম উঠলো কোচবিহারের মেয়ে নন্দিতার। একটি পরিবেশ বান্ধব উদ্ভাবনীর ধারণা জানিয়ে পুন্ডিবাড়ি জিডিএল গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নন্দিতা মনোনীত হল এই কর্মশালায় যোগদানের জন্য। তার প্রজেক্টের বিষয় ছিল পরিবেশ বান্ধব ইঁট তৈরী করার পদ্ধতি নিয়ে। কলকাতায় আয়োজিত রাজ্য স্তরের দুইটি বিজ্ঞান কংগ্রেসে প্রশংসিত হয় নন্দিতার এই প্রজেক্ট। এর ভিত্তিতেই ইসরোর কর্মশালায় যোগ দেবার তালিকায় নাম উঠে আসে তার। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হতে চলেছে ইসরোর কর্মশালাটি। 

আসন্ন কর্মশালায় যোগদান এবং নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে আশাবাদী নবম শ্রেণীর পড়ুয়া নন্দিতা। সে জানায় তার প্রজেক্ট অনুযায়ী পরিবেশ বান্ধব ইঁট তৈরির কথা। সে জানিয়েছে, তাতে থাকবে ৭৫ শতাংশ গোবর ও ২৫ শতাংশ মাটির মিশেল। এমন ইঁট-এর ব্যবহার ভূমিক্ষয় রোধেও ভূমিকা রাখবে। এই পরিবেশ বান্ধব ইঁট পুড়িয়ে তৈরির সময় দূষণের সম্ভাবনা থাকে না। উল্লেখ্য, সাধারণ ইঁট পুড়িয়ে তৈরির সময় অনেক বেশি দূষণ হয়ে থাকে। পরিবেশ বান্ধব ইঁট তৈরির ধারণা কিভাবে এল নন্দিতার মাথায় তা নিয়ে সে জানালো গ্রামের দিকে বাড়িতে মাটির প্রলেপের ওপর গোবরের প্রলেপ দেওয়া হয়, সেটা দেখেই তার মনে এই দুটি জিনিস নিয়ে পরিবেশ বান্ধব ইঁট তৈরীর পরিকল্পনা আসে। 

নববর্ষের শুরুতে মেয়ের এমন সাফল্যের কথা জানতে পেরে আপ্লুত নন্দিতার বাবা নিহার সাহা। পেশায় তিনি শিক্ষক। চলতি সপ্তাহেই নিহার বাবু জানতে পারেন, ইসরোর কর্মশালাটি অনুষ্ঠিত হবে মেঘালয়ের নর্থ ইস্ট স্পেস এপ্লিকেশন সেন্টারে। কর্মশালাটি চলবে আগামী ১২ মে থেকে ১৬ই মে পর্যন্ত। ইসরোর ওয়েবসাইট-এ কর্মশালায় যোগদানের জন্য নন্দিতার নাম অংশগ্রহণকারীদের তালিকায় স্থান পেয়েছে। উত্তরবঙ্গ থেকে একমাত্র নন্দিতা সাহা এই কর্মশালায় যোগ দেবার সুযোগ পেয়েছে। এছাড়া দক্ষিণ বঙ্গ থেকে কর্মশালায় খুদে বিজ্ঞানী হিসেবে যোগ দেবে সোহম মণ্ডল ও অতেন্দ্রীয় আচার্য। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...