চেতলা বয়েজ স্কুলের শিক্ষকের সাথে আলাপচারিতা

চেতলা বয়েজ স্কুলের বাকদেবীর বন্দনায় এবারে পুজোর থিম বেছে নিয়েছে বিদ্যালয়ের ছাত্ররাই। জিয়ো বাংলা টিম কে সে কথা জানালেন স্কুলের শিক্ষক শ্রী রাজা চক্রবর্তী। জানা গেল তিনিই স্কুলের এবারের পুজোর দেখাশোনার মূল দায়িত্বে রয়েছেন। স্কুলের ছাত্ররা যে এমন প্রয়োজনীয় একটি থিম বেছে নিয়েছে পুজোর দিনে তা নিয়ে গর্ব বোধ করছেন তিনি। স্বতঃস্ফূর্তভাবে ভাবে ছাত্রদের লেখা নানা পোস্টার, আবিরে সাজানো বার্তা জিয়ো বাংলার ক্যামেরায় দেখিয়ে দিলেন তিনি নিজেই। ছাত্ররাও এমন উৎসাহ পেয়ে বেশ খুশি। স্কুলের শিক্ষক রাজা চক্রবর্তী জানালেন এই প্রথম সম্পূর্ণ স্কুলের ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত হল সরস্বতী পুজো। তিনি আরো জানালেন এই পুজো ঘিরে ছাত্রদের প্রস্তুতি সময় ছিল প্রায় একসপ্তাহের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...