বিতর্কিত জয় পাঞ্জাবের

ফের বিতর্কের মুখে আইপিএল। আইপিএল ইতিহাসে প্রথমবার জয়পুরের সাওয়াই মন সিং স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে প্রথম জয় পাঞ্জাবের। তবে এই জয় খুব একটা মধুর ছিল না পাঞ্জাবের ডাগ আউটে। তার কারন জোস বাটলারের আউটটি মেনে নিতে পারে ক্রিকেট বিশেষজ্ঞরা। রাজস্থানের হয়ে তখন জমি আকড়ে বসেছে বাটলার। পাঞ্জাবের বোলাররা কোনও কিছুর দ্বারাই পরাস্থ করতে পারছে না তাকে। এই সময় এক অভিনব তথা নিম্ন মানের পন্থা বেছে নেয় পাঞ্জাব অধিনায়ক রবি চন্দ্রন অশ্বিন। নন স্ট্রাইকে থাকা বাটলার কে ক্রিকেটের ভাষার যাকে বলে মানকড় পদ্ধতিতে আউট করে বিতর্কে জড়িয়ে পড়ে অশ্বিন। ক্রিকেটের বিধিতে এই আউটের উল্লেখ থাকলেও জেন্টলম্যান্স গেমে, একে এককথায় নিকৃষ্ট মানের আউট হিসাবে গণ্য করা হয়। তবে ক্রিকেটের বিধি সম্মত আউট হওয়ার ফলে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় বাটলারকে।  যার ফলে ম্যাচ হাতছাড়া হয়ে যায় রাজস্থানের। পাঞ্জাবের করা ১৮৪ রান তাড়া করতে গিয়ে ১৭০ রানেই শেষ হয় রাজস্থানের ইনিংস।

এটা শেয়ার করতে পারো

...

Loading...