১৫ বছরের গাড়িতে নিয়ন্ত্রণ

গত ৩১ ডিসেম্বর শহরের দূষণ নিয়ন্ত্রণ করতে পরিবহন দফতর একটি নির্দেশিকা জারি করেছে। যাতে বলা হয়েছে, বাস, ট্রাক, ট্যাক্সি সহ ১৫ বছরের পুরোনো যে কোনও বাণিজ্যিক গাড়ি কলকাতা, বিধাননগর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় নিষিদ্ধ করা হল। পুরোনো গাড়ি থেকেই দূষণ ছড়াচ্ছে বেশি, তাই এই গাড়িগুলিকে এখন থেকে সিজ করা হবে। ১৫ বছরের পুরোনো বাণিজ্যিক গাড়ির সিএফ, পুনর্নবীকরণ কলকাতায় এখনও হয় না। কিন্তু দেখা যাচ্ছে, কলকাতার বাইরে থেকেও বেশ কিছু গাড়ি শহরে যাতায়াত করে। ওই গাড়িগুলো কলকাতার বাইরে থেকে পুনর্নবীকরণ করে দিব্যি চলাচল করছে।

  অথচ পুরোনো এই গাড়িগুলি থেকেই দূষণ ছড়াচ্ছে বেশি। তাই অবিলম্বে যাতে এই রকম দূষণ আর না হয়, তার মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত। মালিকরা যাতে এই গাড়িগুলিকে বদলাতে পারেন, তার জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে। যদিও এই ছয় মাস সময় খুব অল্প সময় হিসেবে দেখছেন কেউ কেউ তবে আদপে এই সিদ্ধান্ত যে পরিবেশের ভারসাম্য রক্ষার সহায়ক, তা মেনে নিচ্ছেন সকলেই। আর একটি ব্যাপারেও দৃষ্টিনিক্ষেপ করা হয়েছে- গাড়ি ছাড়াও জ্বালানির ফলেও দূষণ হয়, সেই ব্যাপারটাও খতিয়ে দেখতে বলা হয়েছে পরিবহন দফতরকে। আবার পুরোনো ট্রাক-এর বদলে এই মুহূর্তে যাদের নতুন ট্রাক কেনার সামর্থ নেই, তাদের ট্রাকে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস আসত শহরে, সেগুলি আসা বন্ধ হয়ে যাবে, যা ঠিক হবেনা। তাই আর কিছুদিন বেশি সময় দিলেই এই ব্যবস্থা যুক্তিযুক্ত হবে বলে মনে করছেন অনেকেই। তাহলে বলাই যায়, কিছুদিনের মধ্যেই শহরে পরিবেশ বান্ধব যান চলাচল করবে এবং তার ফলে দূষণ নিয়ন্ত্রণ অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...