'উস্তাদ' রুখবে নাশকতা

হাই ডেফিসিয়েন্সি ক্যামেরা সহ ৩২০ ডিগ্রি ঘুরে 'উস্তাদ' রেলকোচের নিচে কোনও ত্রূটি আছে কি না, বা কোনও শক্তিশালী বোমা রয়েছে কি না তার যাবতীয় ছবি তুলে এনে জানিয়ে দেবে রেল-কে। রেলের যাত্রী সুরক্ষায় এমনই অত্যাধুনিক রোবট প্রযুক্তির ব্যবহার শুরু করতে চলেছে রেল মন্ত্রক। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কাজ করা ওই রোবটের নাম দেওয়া হয়েছে উস্তাদ (আন্ডারগিয়ার সার্ভেলেন্স থ্রু আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স)। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, দাঁড়িয়ে থাকা ট্রেনের নিচে রেললাইন বরাবর ১০০ শতাংশ নিশ্চিত ভাবে জানিয়ে দেবে সংশ্লিষ্ট ট্রেনের কোথাও কোনও গোলমাল রয়েছে কি না। এই রোবটটি তৈরী করেছে মধ্য রেলের নাগপুর ডিভিশনের মেকানিক্যাল ব্রাঞ্চ

    বেশ কিছু অত্যাধুনিক বিশেষত্ব রয়েছে এই রোবোটটিতে। এতে অবস্থিত হাই ডেফিসিয়েন্সি ক্যামেরার মাধ্যমে রোবটটি রেলের কোচের নিচের যে কোনও ত্রূটিবিচ্যুতির একেবারে স্পষ্ট ছবি তুলতে সক্ষম। ছবি এবং ভিডিও দুটোই তুলতে সক্ষম এই রোবট। এটির মাথায় লাগানো এইচডি ক্যামেরা ৩২০ ডিগ্রি ঘুরতে পারবে। এর মাধ্যমে রেলওয়ে কোচের নিচের অংশের প্রতি ইঞ্চির ছবি তোলা সম্ভব হবে। ক্যামেরায় তোলা ছবি এবং ভিডিও ওয়াই-ফাই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে পারবে ওই রোবট। প্রযুক্তিবিদরা যেমন চাইবেন, তেমনভাবেই ঘোরাতে পারা যাবে রোবটটিকে। থাকছে এলইডি ফ্লাড আলোর ব্যবস্থা। যার মাধ্যমে একেবারে অন্ধকার অবস্থাতেও ক্যামেরা কাজ করবে খুব ভালোভাবে। আরও একটি উলেখযোগ্য বিষয় হল, রেলের কোচের নিচে যদি কোনও আশ্চর্যজনক শব্দ শোনা যায়, তার উৎসও বের করতে পারবে এই মেশিন। চলন্ত ট্রেনেও নাশকতা রুখতে সাহায্য করবে এই রোবট। মানুষের চোখ যে ব্যাপারগুলি এড়িয়ে যায়, তা ১০০ শতাংশ খুঁজে বের করতে সক্ষম এটি। আপাতত এই রোবটটির একটি মডেল তৈরী করে একটিমাত্র কোচেই পরীক্ষা করা হয়েছে, ফলাফল যথেষ্ট সন্তোষজনক হওয়ায় আরও মডেল তৈরী করে অন্যান্য জায়গাতেও এর ব্যবহার শুরু করা হবে। যে কোনো জায়গায় বসে রিমোট কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে রোবটের পাঠানো ছবি এবং ভিডিও দেখতে পারবেন রেলের আধিকারিকরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...