‘কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট’ সম্মান পেলেন অসমের যাদব পায়েং। ভারতের ফরেস্টম্যান।
ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জানিয়েছে, পরিবেশ রক্ষায় যাদব পায়েং- এর অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে ‘কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট’ সম্মান দেওয়া হল।
চলতি মাসের ১১ তারিখ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক ল রাণী দ্বিতীয় এলিজাবেথের তরফ থেকে পদ্ম যাদব পায়েং- এর হাতে এই সম্মান তুলে দেবেন।
ব্রিটিশ কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের নাগরিকদের মধ্যে যারা নিজের জাতি এবং সম্প্রদায়ের জন্য অনন্য নজির তৈরি করেছেন তাঁদের ‘কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট’ সম্মান দেওয়া হয়।
যাদব পায়েং, ওরফে মোলাই গত ৪০ বছর ধরে বনভূমি গড়ে তোলার কাজ করে চলেছেন। অসমে ব্রহ্মপুত্রর বালুচরে একা হাতে সাড়ে পাঁচশো হেক্টরের জঙ্গল তৈরি করেছেন। স্থানীয় লোকজনের মুখে মুখে এই জঙ্গলের নাম ‘মোলাই কাঠনিবাড়ি’। এই কাজে কোনও রকম সরকারী পৃষ্ঠপোষকতা পাননি তিনি। সে আশাও করেন না। তিনি বলেন সরকার ৫ বছরের জন্য,আর গত ৪০ বছর ধরে সন্তানস্নেহে এই জঙ্গল গড়ে তুলেছি।
২০১২ সালে যাদবকে ‘ফরেস্ট ম্যান অব অসম’ সম্মানে সম্মানিত করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ২০১৫ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। এছাড়া বহু সম্মান পেয়েছেন এই গুণী মানুষরা।
পুরস্কারের সব অর্থ তিনি কাজে লাগিয়েছেন অরণ্য সংরক্ষণের কাজে।