পারস্য দেশের সামার শহরের ছেলে আলাদিন। হঠাৎ একদিন একটা পুরনো চিরাগ খুঁজে পায়। সেই চিরাগ হাতে নিয়ে ঘষতেই তা থেকে বেরিয়ে আসে জিনি। নীল রঙের এক দৈত্য। আলাদিনের ইচ্ছে পূরণে হাজির সে! নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে যেতে আলাদিনের দেখা হয় জেসমিনের সঙ্গে। জেসমিন রাজকন্যা। আবার যোদ্ধাও। বাকিটা সবারই জানা।
আরব্য রজনীর হাজার এক রাতের গল্পের মধ্যে অসাধারণ এক গল্প ‘আলাদিন’। আলাদিন যেমন জনপ্রিয় তেমন জনপ্রিয় চিরাগ দৈত্য জিনিও।
১৯৯২ সালে প্রথম পর্দায় আসে ‘আলাদিন’। ওয়াল্ট ডিজনি অ্যানিমেশনের ব্যানারে। আরব্য রজনীর আলাদিনে’র গল্পের অ্যানিমেটেড রূপ ঝড় তুলেছিল সারা পৃথিবীর দর্শকদের মধ্যে। তারাই আবার আলাদিনের গল্পকে সম্পূর্ণ নতুন রূপে স্ক্রিনে ফিরিয়ে আনছে।
জিনের ভূমিকায় ‘প্যারাসুট অফ হ্যাপিনেসের’ অভিনেতা উইল স্মিথ।
কিন্তু জিনির ছবি সামনে আসতেই বিতর্ক! সিনেমায় বদলে দেওয়া হয় জিনির গায়ের রং। রবিন উইলিয়ম জিনি গায়ের রং নীল রেখেছিলেন। প্রথম আলাদিনে জিনির ভূমিকায় অভিনয় করেছিলেন। আজও দুনিয়া জিনিকে সেভাবেই দেখতে চায়।
প্রতিবাদের পর উইল স্মিথ তাঁর ইনস্টা পেজে ফ্যানেদের জন্য জানিয়েছিলেন, তিনি নীল শরীরেই পর্দায় আসছেন। ভক্তরা যেন ভরসা রাখে তাঁর ওপর।
গল্পের প্রধান চরিত্র আলাদিনের ভূমিকায় অভিনয় করছেন কানাডিয়ান অভিনেতা মিনা মাসুদ। জেসমিন নাওমি স্কট। প্রায় ২ হাজার অভিনেতা অভিনেত্রীর মধ্যে থেকে তাদের বেছে নেওয়া হয়েছে। ভিলেন মারওয়ান কনজারি। এছাড়াও আছেন নাসিম পেদ্রাদ, বিলি ম্যাগনুসেন। পরিচালনায় শার্লক হোমস খ্যাত গাই রিচি।
দুর্দান্ত গ্রাফিক্স। আলাদিন আর জিনিকে নাচতে দেখা গিয়েছে বলিউডি কোরিওগ্রাফিতে। কিন্তু বিতর্ক যেন ছবির পিছু ছাড়ছে না। সিনেমার কোরিওগ্রাফি নিয়েও নিজের কাজের জগতেও সমালোচনার মুখে পড়তে হয়েছে গাই রিচিকে।
তবে সমালোচনা সত্ত্বেও আলাদিনের টান কিন্তু এড়ানো কঠিন, সন্দেহ নেই! ট্রেলারের ভিউয়ার্স সে কথাই বলছে।