কলকাতা বিমানবন্দরের রানওয়েতে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার জোর সংঘর্ষ! ভেঙে যায় দু’টিরই ডানা

বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে ঘটে এক অদ্ভুত ঘটনা। বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমানের সাথে ধাক্কা লাগে ইন্ডিগো বিমানের! সংঘর্ষের জেরে বিমানের ডানার বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। ঘটনার সময় দুই বিমানেই যাত্রী ছিল। তবে হতাহতের কোনও খবর নেই।

কিন্তু কিভাবে ঘটল এমন ঘটনা?

জানা গিয়েছে যে এদিন কলকাতা বিমানবন্দরের রানওয়েতে দু’টি বিমান বিপজ্জনক ভাবে একে অপরের কাছাকাছি এসে যায়, অর্থাৎ ইন্ডিগো বিমানটি রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানে হঠাৎ ধাক্কা মারে। ফলে, দুর্ঘটনাটি ঘটে। এর ফলে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়। এছাড়াও ইন্ডিগো বিমানের একটি ডানাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

image_2024_03_28T11_08_42_279Z

এই দুর্ঘটনাটি ঘটে সকাল ১১টা নাগাদ। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে যে একটি বিমান যাচ্ছিল কলকাতা থেকে চেন্নাই এবং অপরটি যাচ্ছিল কলকাতা থেকে দারভাঙ্গা। এছাড়া ইন্ডিগো বিমানটিতে চার জন শিশু-সহ মোট ১৩৫ জন যাত্রী ছিলেন।

এই ঘটনার কথা জানানোর পর বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ দুই বিমানের চালককে সাময়িক ভাবে কাজ থেকে অব্যাহতি দিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।  

এক সংবাদমাধ্যমে ডিজিসিএ আধিকারিক জানিয়েছেন যে তাঁরা বিষয়টি নিয়ে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ইন্ডিগোর উভয় চালককে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...