পুজো মানেই পুরনো বন্ধুদের কাছে ফেরা বলছেন অনুপম

আবার এল যে সময়
নতুন করে সেজে ওঠার

পুজো মানেই ঘরে ফেরার টান। চেনা ঘর,চেনা পাড়া আর পুরনো বন্ধুেদর সঙ্গে দেখা। পুজো মানেই রিইউনিয়ন। পুরনো বন্ধুরা আবার এক হয়ে আড্ডা, হইচই আর প্যান্ডেল হপিং-এ মাতে। এবারের পুজোয় রিইউনিয়নের গান শোনাচ্ছেন গায়ক অনুপম রায়। পুজোর গন্ধ মেখে সামনে এসেছে তাঁর নতুন গান ‘পুজো পুজো গন্ধ’। এসভিএফ আর রেমন্ড যৌথভাবে বন্ধুত্ব আর রিইউনিয়ন সেলিব্রেট করছে। এই ক্যাম্পেইন দূরে যাওয়া বন্ধুদের পুজোয় কাছে আসার গল্প শোনাবে। ভিডিয়োতে আছেন প্রিয়াঙ্কা সরকার, রণজয় বিষ্ণু, উষসী রায় এবং গৌরব চট্টোপাধ্যায়।
এই গল্প চার বন্ধুর। চাপ, স্ট্রেস আর জীবনের গোলক ধাঁধায় তারা ব্যস্ত। পুজোর দিন গোনে তারা। শপিং, সেলফি আর হইচই-এর মাঝে খোঁজ নেয় প্রবাসী বন্ধুর। কিন্তু কাজের চাপে ব্যস্ত গৌরব কিছুতেই পুজোয় বাড়ি ফেরার সুযোগ পায় না। শেষে বন্ধুত্বের টান আর পুজোর মনকেমনে সাড়া দিয়ে সব ব্যস্ততা সামলেই বন্ধুদের কাছেই ফিরতে হয় তাকে।
নতুন জামার আনন্দ আর বন্ধুদের সান্নিধ্য উৎসবে ঝলমলে করে ওঠে চার বন্ধু।


পুজোর আমেজ, ঘরে ফেরার টান আর অনুপমের কন্ঠ আলাদা মাধুর্য দিয়েছে গানটিকে। এ গানের গীতিকার এবং সুরকারও তিনিই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...