টি২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড অ্যাকারম্যানের

টি২০ ক্রিকেট তৈরিই হয়েছে যাতে দর্শকেরা বেশি চার-ছয় দেখতে পারে কম সময়ের মধ্যে। এক কথায় ব্যাটসম্যানদের সম্পূর্ণ আধিপত্য কায়েমের জন্য এই ফর্ম্যাট তৈরি, এমনটাই মনে করেন বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু বুধবার এই টি২০ ফর্ম্যাটেই ইতিহাস তৈরি করলেন এক পার্ট টাইম অফ স্পিনার। টি২০ ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং ফিগার নিয়ে ক্রিকেট জগতকে অবাক করে দিলেন দক্ষিণ আফ্রিকা অফ স্পিনার কলিন অ্যাকারম্যান

বুধবার ইংল্যান্ডের টি২০ লিগে বার্মিংহ্যাম-এর বিরুদ্ধে লেস্টারশায়ার-এর অধিনায়ক কলিন অ্যাকারম্যান তার অফ স্পিনের মাধ্যমে মাত্র ১৮ রান দিয়ে সাত-সাতটি উইকেট তুলে নেন এর আগে সেরা বোলিং ফিগার ছিল সমারসেট-এর আরুল সুপ্পিয়াহ-এর, মাত্র রান দিয়ে ৬টি উইকেট পাওয়ার রেকর্ড ছিল তাঁর

প্রথমে ব্যাট করে লেস্টারশায়ার ১৮৯ রান তুলে নিলেও বার্মিংহ্যাম  লক্ষ্যমাত্রার দিকে ধিরে ধিরে এগোতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত অ্যাকারম্যান-এর স্পিনে কুপোকাত হয়ে ম্যাচটি ৫৫ রানে হেরে যায় বার্মিংহ্যাম। তাদের শেষ উইকেট পড়ে মাত্র ২০ রানে।

বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাকারম্যান জানান, “এটি বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে আমার জন্য। আমি জানতাম না যে ৭ উইকেটেই রেকর্ড হাসিল করব আমি

এটা শেয়ার করতে পারো

...

Loading...