এবার কোকাকোলার কফি

কোকাকোলা, স্ফট ড্রিঙ্কের এক অন্যতম নাম। গ্রীষ্মকালের উতপ্ত গরমে কোকের এক চুমুক নিলেই প্রাণ জুড়িয়ে যায়। অনেকের তো কোক আবার প্রিয় ড্রিঙ্ক। কিন্তু এখন শুধু কোল্ড ড্রিঙ্ক নয় হট ড্রিঙ্কেও আসতে চলেছে কোকের নাম।  সূত্রের খবর অনুযায়ী, কোকাকোলা কোম্পানি কিনতে চলেছে ‘কোস্টা কফি’ নামক একটি বিদেশী ব্র্যান্ডেকে | ভারতে না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে কোস্টা কফির জনপ্রিয়তা বেশ ভালোই। সুত্রের তরফ থেকে আরো জানা যায় যে কোকাকোলা কম্পানি প্রায় ৫০০ কোটি  টাকা দিয়ে কিনছে এই ব্র্যান্ড। তাই এবার থেকে কফি প্রেমীদের নতুন ঠিকানা হতেই পারে কোকাকোলার ‘কোস্টা কফি’।

costa-content

Read Also :  নাগপঞ্চমীর দিনেই খোলে দরজা

এটা শেয়ার করতে পারো

...

Loading...